Top 200 Basic GK in Bengali

191.দাদাভাই নৌরোজি কতৃক প্রণোদিত” সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে?
(A) মহাদেব গোবিন্দ রানাডে
(B) বাল গঙ্গাধর তিলক
(C) গোপালকৃষ্ণ গোখলে
(D) ফিরোজ শাহ মেহেতা

Ans- (C) গোপালকৃষ্ণ গোখলে ( দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। তার রচিত গ্রন্থের নাম “The Proverty and Un-british Rule in India)

192.5 টি সংখ্যার গড় 50। যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুন করা হয় তবে গড় কত হবে?
(A) 52
(B) 100
(C) 48
(D) 25

Ans- (B) 100

193.ভারতে সুফিবাদ প্রবর্তিত হয় কবে?
(A) দ্বাদশ শতকে
(B) একাদশ শতকে
(C) ত্রয়োদশ শতকে
(D) পঞ্চদশ শতকে

Ans- (C) ত্রয়োদশ শতকে

194.ভুমিসংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করে?
(A) কৃষি শ্রমিক
(B) বর্গাদার শ্রেণী
(C) ক্ষুদ্র চাষি
(B) সমবায় চাষি

Ans- (C) ক্ষুদ্র চাষি

195.নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ” ম্যাগনাকাটা” নামে পরিচিত?
(A) ইন্ডিয়ান এডুকেশন কমিশনের প্রতিবেদন
(B) চার্টার অ্যাক্ট, 1833
(C) চার্টার অ্যাক্ট, 1813
(D) চার্লস উডের ডেচপ্যাচ,1854

Ans- (D) চার্লস উডের ডেচপ্যাচ,1854( এটিকে ভারতের “পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা” বলা হয়। এটি মহা সনদ নামেও পরিচিত)।

196.1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) লর্ড ক্যানিং
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড রিপন
(D) লর্ড এলগিন

Ans- (A) লর্ড ক্যানিং (1856-1862)। তার আমলেই 1862 সালে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, এবং 1861 সালে “ভারতীয় কাউন্সিল আইন”-পাশ হয়। এর ফলশ্রুতিতেই 1861 সালে ক্রিমিলাল বা ফৌজদারি আইন ও হাইকোর্ট পাশ হয়)

197.টার্সিযারি সেক্টরে কার্যক্ষেত্রের মধ্যে যেটি পড়ে-
(A) কুটির শিল্প
(B) খনি সংক্রান্ত কাজ
(C) নির্মাণ সংক্রান্ত কাজ
(D) পরিসেবা সংক্রান্ত কার্য

Ans- (D) পরিসেবা সংক্রান্ত কার্য

198.”এশিয়াটিক সোসাইটির” প্রতিষ্ঠাতা কে?
(A) ডেভিড হেয়ার
(B) আলেকজান্ডার ডাফ
(C) স্যার উলিয়াম জোন্স
(D) ডিরোজিও

Ans- (C) স্যার উলিয়াম জোন্স (1784 সালে কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয়)।

199.”Eighteen Fifty Seven”(1857)- বইটির রচিয়তা কে ?
(A) সুরেন্দ্রনাথ সেন
(B) R C মজুমদার
(C) সৈয়দ আহমেদ খান
(D) আর সি ভান্ডারকর

Ans- (A) সুরেন্দ্রনাথ সেন ( এটি সিপাহি বিদ্রোহের উপর লিখিত বই)

200.পরিকল্পনার অর্থসংস্থানে টাকার জোগান বাড়ে যদি-
(A) জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়
(B) বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়
(C) রিজার্ভ ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়
(D) কর রাজস্ব বৃদ্ধি পায়

Ans- (D) কর রাজস্ব বৃদ্ধি পায়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.