Top 200 Basic GK in Bengali
191.দাদাভাই নৌরোজি কতৃক প্রণোদিত” সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে?
(A) মহাদেব গোবিন্দ রানাডে
(B) বাল গঙ্গাধর তিলক
(C) গোপালকৃষ্ণ গোখলে
(D) ফিরোজ শাহ মেহেতা
192.5 টি সংখ্যার গড় 50। যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুন করা হয় তবে গড় কত হবে?
(A) 52
(B) 100
(C) 48
(D) 25
193.ভারতে সুফিবাদ প্রবর্তিত হয় কবে?
(A) দ্বাদশ শতকে
(B) একাদশ শতকে
(C) ত্রয়োদশ শতকে
(D) পঞ্চদশ শতকে
194.ভুমিসংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করে?
(A) কৃষি শ্রমিক
(B) বর্গাদার শ্রেণী
(C) ক্ষুদ্র চাষি
(B) সমবায় চাষি
195.নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ” ম্যাগনাকাটা” নামে পরিচিত?
(A) ইন্ডিয়ান এডুকেশন কমিশনের প্রতিবেদন
(B) চার্টার অ্যাক্ট, 1833
(C) চার্টার অ্যাক্ট, 1813
(D) চার্লস উডের ডেচপ্যাচ,1854
196.1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) লর্ড ক্যানিং
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড রিপন
(D) লর্ড এলগিন
197.টার্সিযারি সেক্টরে কার্যক্ষেত্রের মধ্যে যেটি পড়ে-
(A) কুটির শিল্প
(B) খনি সংক্রান্ত কাজ
(C) নির্মাণ সংক্রান্ত কাজ
(D) পরিসেবা সংক্রান্ত কার্য
198.”এশিয়াটিক সোসাইটির” প্রতিষ্ঠাতা কে?
(A) ডেভিড হেয়ার
(B) আলেকজান্ডার ডাফ
(C) স্যার উলিয়াম জোন্স
(D) ডিরোজিও
199.”Eighteen Fifty Seven”(1857)- বইটির রচিয়তা কে ?
(A) সুরেন্দ্রনাথ সেন
(B) R C মজুমদার
(C) সৈয়দ আহমেদ খান
(D) আর সি ভান্ডারকর
200.পরিকল্পনার অর্থসংস্থানে টাকার জোগান বাড়ে যদি-
(A) জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়
(B) বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়
(C) রিজার্ভ ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়
(D) কর রাজস্ব বৃদ্ধি পায়