Top 200 Basic GK in Bengali

11.ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি?
A. পুলিকট হ্রদ
B. বিরানাম হ্রদ
C. চিলকা হ্রদ
D. কোলেরু হ্রদ

Ans-D. কোলেরু হ্রদ

12. 1829 সালে কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
A. লর্ড ক্লাইভ
B. লর্ড কার্জন
C. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D. লর্ড ডালহৌসি
Ans-C. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

13. ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি?
A. সালফিউরিক অ্যাসিড
B. সোডিয়াম ক্লোরাইড
C. সোডিয়াম কার্বনেট
D. ট্রাইক্লোরোমিথেন
Ans-D. ট্রাইক্লোরোমিথেন

14. উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
A. রাশিয়া
B. জাপান
C. কোরিয়া
D. হল্যান্ড
Ans-B. জাপান কে

15. ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
A. যমুনা
B. কাবেরী
C. গঙ্গা
D. ব্রহ্মপুত্র
Ans-C. গঙ্গা

16.DNA এর গঠন কে আবিষ্কার করেন?
A. কার্ল ল্যান্ড স্টেইনার
B. জর্জ ম্যান্ডেল
C. ওয়াটসন ও ক্রিক
D. হরগোবিন্দ খোরানা

Ans-C. ওয়াটসন ও ক্রিক

17.মানব হৃৎপিণ্ডে কটি চেম্বার বা প্রকোষ্ঠ থাকে?
A. 2 টি
B. 3 টি
C. 4 টি
D. 6 টি

Ans-C. 4 টি

18.মানবদেহের একক বৃহত্তম অঙ্গের বা organ এর নাম কি?
A. ফুসফুস
B. ত্বক
C. লিভার
D. হৃদযন্ত্র

Ans-B. ত্বক

19.মস্তিষ্কের জ্বর কোন প্রাণীর দ্বারা ছড়িয়ে পড়ে?
A. মশা
B. হাওয়া
C. জল
D. মাছি
Ans-A. মশা

20.ক্রোমোসোম নামটি প্রথম কে দেন?
A. E.G. Balibiani
B. Chargaff
C. W. Waldeyer
D. Watson and Crick

Ans-D. Watson and Crick

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.