Top 200 Basic GK in Bengali
11.ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি?
A. পুলিকট হ্রদ
B. বিরানাম হ্রদ
C. চিলকা হ্রদ
D. কোলেরু হ্রদ
12. 1829 সালে কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
A. লর্ড ক্লাইভ
B. লর্ড কার্জন
C. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D. লর্ড ডালহৌসি
13. ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি?
A. সালফিউরিক অ্যাসিড
B. সোডিয়াম ক্লোরাইড
C. সোডিয়াম কার্বনেট
D. ট্রাইক্লোরোমিথেন
14. উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
A. রাশিয়া
B. জাপান
C. কোরিয়া
D. হল্যান্ড
15. ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
A. যমুনা
B. কাবেরী
C. গঙ্গা
D. ব্রহ্মপুত্র
16.DNA এর গঠন কে আবিষ্কার করেন?
A. কার্ল ল্যান্ড স্টেইনার
B. জর্জ ম্যান্ডেল
C. ওয়াটসন ও ক্রিক
D. হরগোবিন্দ খোরানা
17.মানব হৃৎপিণ্ডে কটি চেম্বার বা প্রকোষ্ঠ থাকে?
A. 2 টি
B. 3 টি
C. 4 টি
D. 6 টি
18.মানবদেহের একক বৃহত্তম অঙ্গের বা organ এর নাম কি?
A. ফুসফুস
B. ত্বক
C. লিভার
D. হৃদযন্ত্র
19.মস্তিষ্কের জ্বর কোন প্রাণীর দ্বারা ছড়িয়ে পড়ে?
A. মশা
B. হাওয়া
C. জল
D. মাছি
20.ক্রোমোসোম নামটি প্রথম কে দেন?
A. E.G. Balibiani
B. Chargaff
C. W. Waldeyer
D. Watson and Crick