Top 200 Basic GK in Bengali

181.ভারতীয় সংবিধান অনুযায়ী কতগুলি ভাষাকে কার্যকারী ভাষার দরজা দেওয়া হয়েছে?
(A) 15 টি
(B) 18 টি
(C) 20 টি
(D) 22 টি

Ans-(D) 22 টি ভাষাকে কার্যকারী ভাষার মর্যাদা দিয়েছে ভারতীয় সংবিধান।

182.” Modi Again”- এই পুস্তকটির রচিয়তা কে?
(A) রাজীব মহর্ষি
(B) আভাস মালদালিয়ার
(C) মৃনাল সেনগুপ্ত
(D) শশী থারুর

Ans- (B) আভাস মালদালিয়ার

183.নিচের কোন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া হয়েছে?
(A) রাহুল গান্ধী
(B) চরণ সিং
(C) মোরারজি দেশাই
(D) মনমোহন সিং

Ans- (C) মোরারজি দেশাই( এছাড়াও এশিয়ার মুক্তি সূর্য নামে পরিচিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজনীতির চাণক্য ও কবি প্রিয় নামে পরিচিত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন পেয়েছেন)।

184.U.N.O এর সদর দপ্তর বা হেড কোয়ার্টার কোথায় অবস্থিত?
(A) জেনেভা
(B) নিউ ইয়র্কে
(C) সুইজারল্যান্ডে
(D) হেগ শহরে

Ans- (B) নিউ ইয়র্কে( আমেরিকার একটি শহর হলো নিউ ইয়র্ক আর এখানেই U N O(United Nations of Organization) এর সদর দপ্তর অবস্থিত) এটি স্থাপিত হয় 1945 সালের 24 এ অক্টোবর, তাই এই দিনটিকে U.N.O দিবস বা রাষ্ট্রসঙ্ঘ দিবস হিসাবে পালন করা হয়)।

185.ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়?
(A) 1951 সালে
(B) 1952 সালে
(C) 1955 সালে
(D) 1976 সালে

Ans- (A) 1951 সালে

186.ভারতে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1950 সালে
(B) 1947 সালে
(C) 1873 সালে
(D) 1975 সালে

Ans- (A) 1950 সালের 28 শে জানুয়ারি।( 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে প্রতিষ্ঠিত হয় “ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া”।পরবর্তীকালে এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া 1950 সালের 28 শে জানুয়ারি সুপ্রিম কোর্টে পরিণত হয়। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার এইচ জে কানিয়া, এবং সুপ্রিম কোর্টের প্রথম বাঙালী বিচারপতি ছিলেন স্যার বিজন কুমার মুখার্জী(1954-1956) এবং বিচারপতির সংখ্যা 31+1=32 জন। ভারতে হাইকোর্ট আইন পাস হয় 1861 সালে এবং এই আইন বলেই 1862 সালের 1 লা জুলাই কলকাতায় হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এর বিচারপতির সংখ্যাও 32 জন)

187.গুজরাটের সবরমতি ঘাটের নতুন নাম কি রাখা হয়েছে?
(A) বিজয় ঘাট
(C) রাজ ঘাট
(D) অটল ঘাট
(D) গোবিন্দ ঘাট

Ans- (D) অটল ঘাট

188.দিল্লির ” ঔরঙ্গজেব রোডের” নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে?
(A) কার্গিল রোড
(B) দিনদয়াল রোড
(C) কালাম রোড
(D) স্বরাজ রোড

Ans- (C) কালাম রোড ( বিখ্যাত বৈজ্ঞানিক ও ভারতে পারমাণবিক অস্ত্রের জনক ও দিকপাল রাষ্ট্রপতি মৌলানা আবুল কালাম আজাদের নাম অনুসারে এই রোডের নাম রাখা হয়েছে কালাম রোড)।

189.” India 2019″-এই পুস্তকটির লেখক কে?
(A) সঞ্জয় দেশনায়ক
(B) শশী থারুর
(C) অমৃত প্রধান
(D) রাজীব মহর্ষি

Ans- (D) রাজীব মহর্ষি

190.সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় কত?
(A) 60 বছর
(B) 62 বছর
(C) 65 বছর
(D) 63 বছর

Ans- (C) 65 বছর( হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় সীমা 62 বছর)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.