Ans-(A)উত্তরপ্রদেশে (উত্তরপ্রদেশের সেকেন্দ্রাতে মুঘল সম্রাট আকবরের সমাধি)। 1605 খ্রিস্টাব্দের 25 এ অক্টোবর মধ্যরাতে আমশায়ে আক্রান্ত হয়ে মারা যান। মুঘল সম্রাটদের মধ্যে একমাত্র আকবরই ভারতের মাটিতে জন্মান (15 ই অক্টোবর 1542 অমরকোটে)। আকবরের সময় কাল ছিল (1556-1605)।
Ans-(B) 1530 ( 1530 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর 48 বছর বয়সে আগ্রাতে মারা যান পরবর্তী কালে আফগানিস্তানের কাবুলে তার সমাধিস্থ করা হয়। বাবর তুর্কি ভাষায় লেখেন তার আত্মজীবনী মূলক গ্রন্থ ” তুজক-ই-বাবরী”। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের স্থপতি(1483-1530)।
178.”দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
(A) 1556
(B) 1526
(C) 1555
(D) 1761
Ans-(A) 1556 (1556 খ্রিস্টাব্দের 5 th নভেম্বর নাবালক মুঘল সম্রাট আকবরের অভিভাবক বৈরাম খাঁর সঙ্গে চুনার দুর্গের অধিপতি মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু বা হেম চন্দ্রের সাথে। এই যুদ্ধে হিমু পরাজিত হয় এবং পালিয়ে যাবার সময় শাহ কুলীখান নামে এক ব্যক্তি তাকে হত্যা করেন)।
179.আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) শতদ্রু
(C) চন্দ্রভাগ
(D) যমুনা
Ans-(D) যমুনা নদীর তীরে অবস্থিত।(মুঘল সম্রাট আকবর 1556 সালে উত্তরপ্রদেশের আগ্রা জেলায় আগ্রা শহরটি নির্মাণ করে 1648 সাল অবধি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিলো এটি)
180.লাহোর কোন নদীর তীরে অবস্থিত?
(A) বিপাশা
(B) চেনাব
(C)ইরাবতী
(D) তুঙ্গভদ্রা
Ans-(C)ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত এটি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী)