Top 200 Basic GK in Bengali

161. সিন্ধু সভ্যতার প্রধান ঐতিহাসিক উৎস নীচের কোনটি?
(A) লিপি
(B) মুদ্রা
(C) প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ
(D) উপরের সবকটি

Ans- (C) প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ (দয়ারাম সাহানি 1921 ক্রিস্টাব্দে হরপ্পা আবিস্কার করেন।1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিস্কার করেন। মহেঞ্জোদারো আবিস্কার শব্দের অর্থ “মৃতের স্তূপ”)।

162.শব্দ সংখ্যার নিরিখে পৃথিবীর একক বৃহত্তম কাব্যগ্রন্থ কোনটি?
(A) রামায়ণ
(B) মহাভারত
(C) ইলিয়াড ও ওডিসি
(D) বাইবেল

Ans- (B) মহাভারত ( সংস্কৃত ভাষায় ব্যাসদেব রচিত মহাভারত(বাংলায় অনুবাদ করেন কাশিরাম দাস)। এই গ্রন্থটি ভারতীয় সভ্যতা সংস্কৃতির শ্রেষ্ঠত্ব পরিচয় বহন করে)।

163.” দ্বাদশ অঙ্গ”-এ কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে?
(A) শঙ্ককরাচার্য
(B) ঋষভনাথ
(C) গৌতম বুদ্ধ
(D) মহাবীর
Ans- (D) মহাবীর ( জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল “দ্বাদশ অঙ্গ”)।

164.”বিক্রমাঙ্কদেব চরিত”-এ কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে?
(A) প্রথম বিক্রমাদিত্য
(B) দ্বিতীয় বিক্রমাদিত্য
(C) ষষ্ঠ বিক্রমাদিত্য
(D) স্কন্দ গুপ্তের

Ans- (C) ষষ্ঠ বিক্রমাদিত্য এর কাহিনী বর্ণিত আছে।চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্য এর সময় কাল (1076-1128) (“বিক্রমাঙ্কদেব চরিত” বিলহনের রচিত)।

165.বেদের অপর নাম “অপৌরুষেয়” কারণ –
(A) পুরুষরা বেদ পাঠের যোগ্য নয়।
(B) নারীরা বেদ পাঠের যোগ্য নয়
(C) বেদ লেখা নিষিদ্ধ
(D) বেদ মানুষের সৃষ্ট নয়

Ans- (D) বেদ মানুষের সৃষ্ট নয়

166.নিচের কোন গ্রন্থটি লক্ষণ সেনের সমসাময়িক হলায়ুধের রচিত?
(A) ব্রাম্মন সর্বস্ব
(B) বৈষ্ণব সর্বস্ব
(C) শৈব সর্বস্ব
(D) উপরের সবকটিই

Ans- (D) উপরের সবকটিই

167.”গঞ্জাম লিপিতে”- কোন রাজার কীর্তি ও কাহিনী বর্নিত আছে?
(A) খারবেল
(B) সমুদ্রগুপ্ত
(C) শশাঙ্খ
(D) রুদ্রদমন

Ans- (C) শশাঙ্খ

168.যাগযজ্ঞাদির আচার অনুষ্ঠান বেদের কোন অংশে আলোচিত হয়েছে?
(A) ব্রাম্মন
(B) উপনিষদে
(C) সংহিতা
(D) আরণ্যক

Ans- (A) ব্রাম্মনে যাগযজ্ঞাদির ও আচার অনুষ্ঠানের কথা আলোচিত হয়েছে।

169.নিচের কোন গ্রন্থটি “হিন্দু আইনে”এর উপর রচিত?
(A) মত্তবিলাস
(B) বৃহৎকথা
(C) কাব্যাদর্শ
(D) মিতক্ষরা

Ans- (D) মিতক্ষরা ( চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের (1076-1128 খ্রি:) সভাসদ বিজ্ঞানেশ্বর মিতক্ষরা গ্রন্থটি লেখেন। এই গ্রন্থের আলোচ্য বিষয় হলো পিতার সম্পত্তির ওপর পুত্রদের সম অধিকারের কথা উল্লেখ করেছে, কিন্তু মৃত স্বামীর সম্পত্তির ওপর বিধবা স্ত্রীর অধিকার স্বীকৃত নয়)।

170.চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পড়াজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস কোনটি?
(A) ফো-কুয়ো-কি
(B) সি-ইউ-কি
(C) গঞ্জাম লিপি
(D) আইহোল লিপি

Ans- (D) আইহোল লিপি(আইহোল লিপি বা (আইহোল প্রশস্তি)। এটি রচনা করেন বাতাপির চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। এই গ্রন্থ থেকে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব জানা যায়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.