Top 200 Basic GK in Bengali
151. ” City of Lakes”- নামে পরিচিত ভারতের কোন শহরটি ?
(A) হায়দ্রাবাদ
(B) উদয়পুর
(C) জামসেদপুর
(D) কোচি
152.সিগারেট কাগজের টিস্যু West Bengal এর কোথায় তৈরি হয়?
(A) রিষড়া
(B) শ্রীরামপুর
(C) ত্রিবেণী
(D) বরানগর
153.কোন রাজ্যের পূর্ব নাম ছিল “কামরূপ”?
(A) বাংলা
(B) বিহার
(C) উড়িষ্যা
(D) অসম
154.ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
(A) 5 ভাগে
(B) 6 ভাগে
(C) 7 ভাগে
(D) 8 ভাগে
155.” রৌরকেল্লা স্টিল প্লান্টের”- জন্য প্রয়োজনীয় জল কোথা থেকে নেওয়া হয়?
(A) ময়ূরাক্ষী নদী থেকে
(B) ব্রাম্মনী নদী থেকে
(C) সতুদ্রু নদী থেকে
(D) তিস্তা নদী থেকে
156.” কাঁকড়া পাড়” নদী প্রকল্পটি কোন নদীর উপর গঠিত হয়েছে?
(A) চন্দ্রভাগা
(B) কৃষ্ণা
(C) তাপ্তি
(D) ঝিলম
157.হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
(A) মুসি নদীর তীরে
(B) নর্মদা নদীর তীরে
(C) গঙ্গা নদীর তীরে
(D) যমুনা নদীর তীরে
158.ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
(A) কলকাতা
(B) মুম্বাই
(C) চেন্নাই
(D) মাদ্রাজ
159.”জহর সাগর বাঁধ”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) অন্ধ্রপ্রদেশ
(D) রাজস্থান
160.কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল?
(A) যমুনা খাল
(B) ইন্দ্রা খাল
(C) সিরহিন্দ খাল
(D) সুয়েচ খাল