Top 200 Basic GK in Bengali

151. ” City of Lakes”- নামে পরিচিত ভারতের কোন শহরটি ?
(A) হায়দ্রাবাদ
(B) উদয়পুর
(C) জামসেদপুর
(D) কোচি

Ans-(B) উদয়পুর ( এটি অবস্থিত রাজস্থানে।1858 সালে মহারানা উদয় সিং এই নগরীর প্রতিষ্ঠা করেন)।

152.সিগারেট কাগজের টিস্যু West Bengal এর কোথায় তৈরি হয়?
(A) রিষড়া
(B) শ্রীরামপুর
(C) ত্রিবেণী
(D) বরানগর

Ans-(C) ত্রিবেণী

153.কোন রাজ্যের পূর্ব নাম ছিল “কামরূপ”?
(A) বাংলা
(B) বিহার
(C) উড়িষ্যা
(D) অসম

Ans-(D) অসম

154.ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
(A) 5 ভাগে
(B) 6 ভাগে
(C) 7 ভাগে
(D) 8 ভাগে

Ans-(D) 8 ভাগে

155.” রৌরকেল্লা স্টিল প্লান্টের”- জন্য প্রয়োজনীয় জল কোথা থেকে নেওয়া হয়?
(A) ময়ূরাক্ষী নদী থেকে
(B) ব্রাম্মনী নদী থেকে
(C) সতুদ্রু নদী থেকে
(D) তিস্তা নদী থেকে

Ans-(B) ব্রাম্মনী নদী থেকে

156.” কাঁকড়া পাড়” নদী প্রকল্পটি কোন নদীর উপর গঠিত হয়েছে?
(A) চন্দ্রভাগা
(B) কৃষ্ণা
(C) তাপ্তি
(D) ঝিলম

Ans-(C) তাপ্তি

157.হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
(A) মুসি নদীর তীরে
(B) নর্মদা নদীর তীরে
(C) গঙ্গা নদীর তীরে
(D) যমুনা নদীর তীরে

Ans-(A) মুসি নদীর তীরে (হায়দ্রাবাদের রাজধানীর নাম তেলেঙ্গানা)।

158.ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
(A) কলকাতা
(B) মুম্বাই
(C) চেন্নাই
(D) মাদ্রাজ

Ans-(B) মুম্বাই

159.”জহর সাগর বাঁধ”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) অন্ধ্রপ্রদেশ
(D) রাজস্থান

Ans-(D)রাজস্থান

160.কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল?
(A) যমুনা খাল
(B) ইন্দ্রা খাল
(C) সিরহিন্দ খাল
(D) সুয়েচ খাল

Ans-(B) ইন্দিরা খাল ( এটি একটি ক্যানেল। এই ইন্দিরা ক্যানেল প্রায় 989 কিমি দীর্ঘ। পাঞ্জাবের সতুদ্রু ও রিয়াস সংযোগস্থলের কাছে অবস্থিত ” হ্যারিকে ব্যারেজ” থেকে এই ক্যানেল শুরু হয়ে থর মরুভূমি অঞ্চলের মোহন গড়ে শেষ হয়েছে। 1984 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার নাম অনুসারে এই ক্যানেলের নাম হয় ইন্দিরা ক্যানেল)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.