Top 200 Basic GK in Bengali
141. ভিনিগারের রাসায়নিক নাম কি?
(A) সোডিয়াম নাইট্রেড
(B) লঘু অ্যাসিটিক অ্যাসিড
(C) ক্লোরাইড অব্ লাইম
(D) ক্যালসিয়াম
142.2017 সালের ” গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম”- কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে?
(A) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচী
(B) নিরাপদ হিমালয়
(C) উপরের দুটিই ঠিক
(D) কোনোটিই নয়
143.ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোন স্থানে বসবাস করে?
(A) পিরপাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
(B) কাশ্মীর উপত্যকায়
(C) উত্তর কাশ্মীর সমভূমি
(D) পাচুতে
144.নিন্মোক্ত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে 2016 সালের সেপ্টেম্বর মাসে কাকে রোমান ক্যাথলিক চার্চের সন্ত করা হয়?
(A) দলাই লামা
(B) সিস্টার নির্মলা
(C) মাদার টেরেসা
(D) দেশমন্ট টুটু
145.ভারতের দ্বিতীয় জনবহুল জেলা ( সেনসাস 2011) কোনটি?
(A) হাওড়া
(B) পাটনা
(C) উত্তর 24 পরগনা
(D) N C R
146.মুসলিমের লীগের লাহোর প্রস্তাবের(1940) মূল গুরুত্ব ছিল-
(A) জাতীয় কংগ্রেসের সাথে সহযোগিতা করা
(B) মুসলিম লীগের জন্য একটি প্রবর্তন করা
(C) ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা
(D) পাকিস্তান প্রস্তাব গ্রহণ
147.নিন্মোক্ত দেশগুলির মধ্যে কোন কোন দেশ ঘোষণা করেছে যে সেই দেশ সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে?
(A) দক্ষিণ কোরিয়া
(B) উত্তর কোরিয়া
(C) জাপান
(D) চীন
148.তনুশ্রী একজন নৃত্যশিল্পী।নৃত্যশিল্পীগণ সকলেই যুবতী।সিন্ধান্ত-
(A) সকল যুবতীই নৃত্যশিল্পী।
(B) সকল নৃত্যশিল্পীই যুবতী।
(C) তনুশ্রী যুবতী নন এবং সেইহেতু নৃত্যশিল্পী নন।
(D) তনুশ্রী একজন যুবতী নৃত্যশিল্পী।
149.ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণি অবস্থিত?
(A) লুসাই
(B) নামচা বারোয়া
(C) খাসি
(D) তুরা
150.”বুদ্ধচরিত”- গ্রন্থের রচয়িতা কে?
(A) বুদ্ধঘোষ
(B) অশ্বঘোষ
(C) নাগার্জুন
(D) পানিনি