Top 200 Basic GK in Bengali

111. ” গোলামগিরি”- গ্রন্থটি কে লেখেন ?
(A) স্যার সৈয়দ আহমেদ খান
(B) রামমোহন রায়
(C) জ‍্যোতিবা ফুলে
(D) বি আর আম্বেদকর
(C) জ‍্যোতিবা ফুলে (1873 সালে তিনি এই গ্রন্থটি পাবলিশ করেন। তার পুরো নাম মহাত্মা জ‍্যোতিবা গোবিন্দ্র ফুলে (11ই এপ্রিল 1827– 28 শে নভেম্বর 1890)।
112. কোন বিষয় নিয়ে 2017 সালের আন্তর্জাতিক শান্তি দিবস ( International Day of Peace) পালিত হয়?
(A) ” শান্তির জন্য একত্রিত : সকলের জন্য শ্রদ্ধা, নিরাপত্তা ও মর্যাদা”
(B) ” শান্তির জন্য সমবেত :  সকলের জন্য শ্রদ্ধা, নিরাপত্তা ও মর্যাদা”
(C) “শান্তির জন্যে একত্রিত : সকলের জন্য শ্রদ্ধা, মর্যাদা ও নিরাপত্তা’
(D) “শান্তির জন্য একত্রিত : সকলের জন্য মর্যাদা শ্রদ্ধা ও নিরাপত্তা’
(A) ” শান্তির জন্য একত্রিত : সকলের জন্য শ্রদ্ধা, নিরাপত্তা ও মর্যাদা”।
113. রোহিত ও আকাশের বয়সের পার্থক্য 12 বছর। তাদের উভয়ের বয়সের অনুপাত 3 : 5 , তাহলে আকাশের বয়স কত?
(A) 32 বছর
(B) 35 বছর
(C) 30 বছর
(D) 28 বছর
(C) 30 বছর
114. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে?
(A) নদীয়া, উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া
(B) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা
(C) সুন্দরবন অঞ্চল
(D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া
(B) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।
115. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
(A) আবুল কালাম আজাদ
(B) সৈয়দ আহমেদ খান
(C) ফজলুল হক
(D) বদরুদ্দীন তায়েবজি
(D) বদরুদ্দীন তায়েবজি বা তৈয়াবজি ( ইনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি । তিনি সভাপতি পদ অলঙ্কৃত করেন 1887 সালে মাদ্রাজ অধিবেশনে)
116. ভিনিগারের রাসায়নিক নাম কি?
(A) সোডিয়াম নাইট্রেড
(B) লঘু অ্যাসেটিকে অ্যাসিড
(C) ক্লোরাইড অব্ লাইম
(D) ক্যালসিয়াম
(B) লঘু অ্যাসেটিকে অ্যাসিড
117. 2017 সালের ” গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম”- কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে ?
(A) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি
(B) নিরাপদ হিমালয়
(C) A এবং B উভয়ই
(D) উপরের কোনোটিই নয়
(C) A এবং B উভয়ই
118. ডোগরা জাতির মানুষের প্রধানত এই স্থানে বসবাস করে-
(A) পিরপাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
(B) কাশ্মীর উপত্যকা
(C) উত্তর কাশ্মীর সমভূমি
(D) পাঁচু
(A) পিরপাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত।
119. চিলকা হ্রদ কোন ধরণের হ্রদ-
(A) লবনাক্ত হ্রদ
(B) সুপিরিয়র হ্রদ
(C) মিষ্টি জলের হ্রদ
(D) উপরের কোনোটিই নয়
(A) লবনাক্ত জলের হ্রদ( এটি ভারতের দীর্ঘতম উপ হ্রদ এই ওড়িশা উপকূলে অবস্থিত এই উপকুলের ওপর নাম উৎকল উপকূল। ভারত তথা এশিয়ার দীর্ঘতম হ্রদ হল লেগুন এটি ওড়িশা উপকূলে অবস্থিত)।
120. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
(A) আবুল কালাম আজাদ
(B) দাদা ভাই নৌরোজি
(C) জওহরলাল নেহেরু
(D) জি কে গোখলে
(B) দাদা ভাই নৌরোজি ( 1886 সালে কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। উল্লেখ্য তিনিই “কংগ্রেস” কথাটি 1882 সালে মার্কিন সিনেট থেকে ধার করে নিয়ে আসেন এবং তারই ফলশ্রুতিতে 1885 সালে ডিসেম্বর (25-28 dec) কলকাতার এলবার্ট হলে বাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যাযের সভাপতিত্বে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়। ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.