Top 200 Basic GK in Bengali
111. ” গোলামগিরি”- গ্রন্থটি কে লেখেন ?
(A) স্যার সৈয়দ আহমেদ খান
(B) রামমোহন রায়
(C) জ্যোতিবা ফুলে
(D) বি আর আম্বেদকর
112. কোন বিষয় নিয়ে 2017 সালের আন্তর্জাতিক শান্তি দিবস ( International Day of Peace) পালিত হয়?
(A) ” শান্তির জন্য একত্রিত : সকলের জন্য শ্রদ্ধা, নিরাপত্তা ও মর্যাদা”
(B) ” শান্তির জন্য সমবেত : সকলের জন্য শ্রদ্ধা, নিরাপত্তা ও মর্যাদা”
(C) “শান্তির জন্যে একত্রিত : সকলের জন্য শ্রদ্ধা, মর্যাদা ও নিরাপত্তা’
(D) “শান্তির জন্য একত্রিত : সকলের জন্য মর্যাদা শ্রদ্ধা ও নিরাপত্তা’
113. রোহিত ও আকাশের বয়সের পার্থক্য 12 বছর। তাদের উভয়ের বয়সের অনুপাত 3 : 5 , তাহলে আকাশের বয়স কত?
(A) 32 বছর
(B) 35 বছর
(C) 30 বছর
(D) 28 বছর
114. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে?
(A) নদীয়া, উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া
(B) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা
(C) সুন্দরবন অঞ্চল
(D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া
115. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
(A) আবুল কালাম আজাদ
(B) সৈয়দ আহমেদ খান
(C) ফজলুল হক
(D) বদরুদ্দীন তায়েবজি
116. ভিনিগারের রাসায়নিক নাম কি?
(A) সোডিয়াম নাইট্রেড
(B) লঘু অ্যাসেটিকে অ্যাসিড
(C) ক্লোরাইড অব্ লাইম
(D) ক্যালসিয়াম
117. 2017 সালের ” গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম”- কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে ?
(A) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি
(B) নিরাপদ হিমালয়
(C) A এবং B উভয়ই
(D) উপরের কোনোটিই নয়
118. ডোগরা জাতির মানুষের প্রধানত এই স্থানে বসবাস করে-
(A) পিরপাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
(B) কাশ্মীর উপত্যকা
(C) উত্তর কাশ্মীর সমভূমি
(D) পাঁচু
119. চিলকা হ্রদ কোন ধরণের হ্রদ-
(A) লবনাক্ত হ্রদ
(B) সুপিরিয়র হ্রদ
(C) মিষ্টি জলের হ্রদ
(D) উপরের কোনোটিই নয়
120. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
(A) আবুল কালাম আজাদ
(B) দাদা ভাই নৌরোজি
(C) জওহরলাল নেহেরু
(D) জি কে গোখলে