Top 200 Basic GK in Bengali

101.” আইহোল প্রশস্তি”- কে রচনা করেন?
(A) কৌটিল্য
(B) রবিকীর্তি
(C) হরিষেন
(D) নায়নিকার

Ans- (B) রবিকীর্তি ( দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। এই গ্রন্থ থেকে বাতাপির চালুক‍্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশীর(610-642) কৃতিত্ব জানা যায়)।

102.” খালিমপুর তাম্রপট” পাল বংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে?
(A) দেবপাল
(B) রামপাল
(C) ধর্মপাল
(D) প্রথম মহীপাল

Ans- (C) ধর্মপাল (770-810)

103.সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কিত ” এলাহাবাদ প্রশস্তির” রচিয়তা কে ?
(A) কলহন
(B) বিলহন
(C) হরিষেন
(D) বানভট্ট

Ans- (C) হরিষেন ( ইনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি)।

104.কোন গ্রন্থে প্রথম বর্ণব্যবস্থার উল্লেখ পাওয়া যায়?
(A) মনুসংহিতা
(B) ঋকবেদ
(C) অথর্ববেদ
(D) শতপথ ব্রাহ্মন

Ans- (B) ঋকবেদে উল্লেখ পাওয়া যায় ( এটি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ)।

105.বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত?
(A) পালি
(B) প্রাকৃত
(C) অর্ধ-মাগধী
(D) সংস্কৃত

Ans- (A) পালি ভাষায় রচিত ( বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক)।

106.” তহকিক-ই-হিন্দ”- কে রচনা করেছিলেন?
(A) সুলেমান
(B) ফা-ইয়েন
(C) অলবিরুনী
(D) আলবিদারী

Ans- (A) অলবিরুনী

107.”নাসিক প্রশস্তি “-কে প্রচার করেন?
(A) গৌতমীপুত্র সাতকর্নী
(B) সমুদ্রগুপ্ত
(C) হর্ষবর্ধন
(D) কলহন

Ans- (A) গৌতমীপুত্ৰ সাতকর্নী (সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট)।

108.ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?
(A) আকবর
(B) ইলতুৎমিস
(C) মোঃ বিন তুঘলক
(D) আলাউদ্দিন খলজি

Ans- (C) মোঃ বিন তুঘলকের রাজত্ব (1325-1351)কালে ভারতে আসেন।

109.পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি ?
(A) ঋকবেদ
(B) সামবেদ
(C) ইলিয়াড
(D) ওডিসি

Ans- (A) ঋকবেদ

110.”বেদ”- শব্দের অর্থ কি?
(A) সত্য
(B) ধর্ম
(C) জ্ঞান
(D) অপরিবর্তনশীল

Ans-
(C) জ্ঞান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.