Top 200 Basic GK in Bengali
91.ভারতের — রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত।
(A) বিহার
(B) ওড়িশা
(C) কর্ণাটক
(D) রাজস্থান
92.একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়। ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজায়?
(A) 78
(B) 264
(C) 312
(D) 444
93.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC, কথাটি হল-
(A) পলিভিনাইল ক্লোরাইড
(B) পলিভিনাইল কার্বনেট
(C) ফসফর ভ্যানাডিয়াম ক্লোরাইড
(D) ফসফোভিনাইল ক্লোরাইড
94.নিন্মলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন?
(A) হায়দার আলী
(B) সফদর জঙ্গ
(C) মিরকাশিম
(D) টিপু সুলতান
95.ভারতের উচ্চতম শৃঙ্গ K2 আর কি নামে পরিচিত?
(A) কারাকোরাম
(B) কাশ্মীর
(C) গডউইন অস্টিন
(D) কেনিথ
96.” Back to Vedas”-এই স্লোগান কে প্রবর্তন করেন?
(A) লালা হংসরাজ
(B) পন্ডিত গুরুদত্ত
(C) স্বামী দয়ানন্দ সরস্বতী
(D) লালা লাজপত রায়
97.নীচের সংখ্যাশ্রেণীটির লুপ্ত সংখ্যাটি কত?
3 , 8 , 6, 14 , ? , 20
(A) 12
(B) 20
(C) 42
(D) 9
98.ভিটামিন D এর অভাবে কোন রোগ হয় ?
(A) রক্তাল্পতা
(B) রাতকানা
(C) রিকেট
(D) স্কার্ভি
99.হরপ্পা সভ্যতার প্রস্তর গুজরাতের কোথায় পাওয়া গেছে?
(A) বানওয়ালি
(B) ধোলাভিরা
(C) লোথাল
(D) সুরকোটডা
100.পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় –
(A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদমে
(B) হিন্দুমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর
(C) চিত্তরঞ্জন , কাঁচড়াপাড়া ও দুর্গাপুর
(D) খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম