Top 200 Basic GK in Bengali

91.ভারতের — রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত।
(A) বিহার
(B) ওড়িশা
(C) কর্ণাটক
(D) রাজস্থান

Ans- (B) ওড়িশা (ওডিশা)

92.একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়। ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজায়?
(A) 78
(B) 264
(C) 312
(D) 444

Ans- (C) 312 বার ঘন্টা বাজায়।

93.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC, কথাটি হল-
(A) পলিভিনাইল ক্লোরাইড
(B) পলিভিনাইল কার্বনেট
(C) ফসফর ভ্যানাডিয়াম ক্লোরাইড
(D) ফসফোভিনাইল ক্লোরাইড

Ans- (A) পলিভিনাইল ক্লোরাইড

94.নিন্মলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন?
(A) হায়দার আলী
(B) সফদর জঙ্গ
(C) মিরকাশিম
(D) টিপু সুলতান

Ans- (D) টিপু সুলতান ( ইনি ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন)।

95.ভারতের উচ্চতম শৃঙ্গ K2 আর কি নামে পরিচিত?
(A) কারাকোরাম
(B) কাশ্মীর
(C) গডউইন অস্টিন
(D) কেনিথ

Ans- (C) গডউইন অস্টিন ( এই পর্বত শৃঙ্গটি ভারতের সর্বোচ্চ ও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এটির উচ্চতা 8848 মিটার)।

96.” Back to Vedas”-এই স্লোগান কে প্রবর্তন করেন?
(A) লালা হংসরাজ
(B) পন্ডিত গুরুদত্ত
(C) স্বামী দয়ানন্দ সরস্বতী
(D) লালা লাজপত রায়

Ans- (C) স্বামী দয়ানন্দ সরস্বতী

97.নীচের সংখ্যাশ্রেণীটির লুপ্ত সংখ্যাটি কত?
3 , 8 , 6, 14 , ? , 20
(A) 12
(B) 20
(C) 42
(D) 9

Ans- (D) 9

98.ভিটামিন D এর অভাবে কোন রোগ হয় ?
(A) রক্তাল্পতা
(B) রাতকানা
(C) রিকেট
(D) স্কার্ভি

Ans- (C) রিকেট রোগ হয়।

99.হরপ্পা সভ্যতার প্রস্তর গুজরাতের কোথায় পাওয়া গেছে?
(A) বানওয়ালি
(B) ধোলাভিরা
(C) লোথাল
(D) সুরকোটডা

Ans- (A) বানওয়ালিতে

100.পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় –
(A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদমে
(B) হিন্দুমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর
(C) চিত্তরঞ্জন , কাঁচড়াপাড়া ও দুর্গাপুর
(D) খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম

Ans- (A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদমে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.