প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন
63.অজন্তা গুহাচিত্রের ওপর নাম কি?
(A) ফ্রেসকো
(B) নাগারা
(C) গান্ধার
(D) উপরের সবকটিই
64.ঝাঁসির “দশাবতার মন্দির”- কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
(A) নাগেরা/নাগারা
(B) মথুরা
(C) পাহাড়পুর
(D) দ্রাবিড়
65.গুপ্তযুগে কাকে “বীজগণিতের স্রষ্টা”-বলা হয়?
(A) আর্যভট্টকে
(B) বরাহমিহিরকে
(C) ব্রম্মগুপ্তকে
(D) চরককে
66.গুপ্তযুগে ভারত আর কোনদেশের সাথে বাণিজ্য চলতো?
(A) বাইজানটিয়ান সাম্রাজ্যের সাথে
(B) Cylon এর সাথে
(C) South-East Asia(চীন)
(D) উপরের সবগুলিই
67.ঐতিহাসিকদের মতে কোন গুপ্ত রাজা মুদ্রা সিস্টেম চালু করেন?
(A) শ্রীগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) প্রথম কুমারগুপ্ত
68.”পঞ্চোপসোনা”- কোন ধর্মের ধারা?
(A) শৈব ধর্মের ধারা
(B) ব্রাম্মন্য ধর্মের ধারা
(C) জৈন ধর্মের ধরা
(D) বৈষ্ণব ধর্মের ধারা
69.সৌরাষ্ট্রের সুদর্শন বাঁধ ঝড়ে ভেঙে গেলে তা মেরামত করেন কে?
(A) পরান দত্ত
(B) সুদাস
(C) বুধ গুপ্ত
(D) স্কন্দ গুপ্ত
70.”ভারতের রক্ষাকারী”-কাকে বলা হয়?
(A) বিষ্ণু গুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) বৈন গুপ্ত
(D) স্কন্দগুপ্ত
71.প্রথম কুমার গুপ্তের প্রধান মহিষী কে ছিলেন?
(A) মৌরীয়
(B) স্বপ্ন বাসবদত্তা
(C) অনন্তদেবী
(D) কুমারদেবী
72.স্কন্দগুপ্তের প্রধান কর্মচারী কে ছিলেন?
(A) সর্বনাগ
(B) পরান দত্ত ও চক্রপালিত
(C) কৌশান্বীর ভীম দত্ত
(D) উপরের সবকটিই