প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন
52.শক কতৃক রামগুপ্তের পরাজয় কোন বইতে উল্লেখিত আছে?
(A) নীতিসারে
(B) দেবী চন্দ্রগুপ্তমে
(C) হর্ষচরিতে
(D) কাব্যমীমাংসায়
53.”মেহেরৌলি প্রশস্তি”- কোন গুপ্ত রাজার?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্তের
(B) সমুদ্র গুপ্তের
(C) প্রথম কুমার গুপ্তের
(D) বিষ্ণু গুপ্তের
54.সিংহলের কোন রাজা সমুদ্র গুপ্তের সভায় দূত পাঠান?
(A) বিক্রম সিংহক
(B) মেঘলাল
(C) শিলাদিত্য
(D) মেঘবর্ম/মেঘবর্ন
55.কে সমুদ্র গুপ্তকে “ভারতের নেপোলিয়ন”- বলেন?
(A) এলফিনস্টোন
(B) রুদেলা
(C) ভিনসেন্ট স্মিথ
(D) নেপিয়ার
56.ফা-ইয়েনের বর্ণনায় কোন নগরীর উল্লেখ আছে?
(A) পাটলিপুত্রের
(B) মথুরা
(C) উজ্জয়নী
(D) সুরাট
57.দ্বিতীয় চন্দ্রগুপ্তের (380-414)উপাধি কি ছিলো?
(A) বিক্রমাদিত্য
(B) শকারী
(C) পরম ভাগবত
(D) উপরের সবগুলিই
58.প্রথম কুমার গুপ্তের পর সিংহাসনে বসেন কে?
(A) ভানু গুপ্ত
(B) বৈন গুপ্ত
(C) বিষ্ণু গুপ্ত
(D) স্কন্দ গুপ্ত
59.”কথাসরিৎসাগর”- কার রচনা?
(A) ভবভূতি ভট্টের
(B) সোমদেব ভট্টের
(C) রাজশেখর বসুর
(D) হর্ষবর্ধনের
60.গুপ্ত যুগে চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য ব্যক্তি কে ছিলেন?
(A) বরাহমিহির
(B) সুশ্রুত
(C) চক্রপানি দত্ত
(D) বাগভট্ট
61.”বিক্রমাদিত্য”- শব্দের অর্থ কি?
(A) সূর্যের মতো দেখতে
(B) তেজস্বী
(C) ক্ষমতার সূর্য
(D) বিক্রমশীল
62.প্রথম কুমার গুপ্ত কার উপাসনা করতেন?
(A) শিবের
(B) কার্তিকের
(C) কৃষ্ণের
(D) দুর্গার