প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন

153.সবথেকে বেশি সখ্যক মন্ত্র (শ্লোক) কোন বেদে সংকলিত আছে?
(A) ঋক বেদে
(B) সাম বেদে
(C) যযুর বেদে
(D) অথর্ব বেদে

Ans- (A) ঋক বেদে

154.বেদের কোন অংশে আত্মা ও পরমাত্মা সম্পর্কিত দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে?
(A) সংহিতা
(B) ব্রাম্মন
(C) আরণ্যক
(D) উপনিষদে

Ans- (D) উপনিষদে (এটি বেদের শেষ ভাগ।বেদ চার ভাগে বিভক্ত সংহিতা ,ব্রাম্মন, আরণ্যক ও উপনিষদ)।

155.কোন বৌদ্ধধর্ম গ্রন্থে বুদ্ধের পূর্বজীবন গুলির কাহিনী গুলি বর্ণিত আছে?
(A) বিনয় পিটকে
(B) সূত্ত পিটকে
(C) অভিধম্ম পিটকে
(D) জাতকে

Ans- (D) জাতকে

156. নিচের কোন গ্রন্থটি রাস্ত্রকূট রাজ অমোঘবর্ষ রচিত?
(A) রত্নাবলি
(B) কবিরাজমার্গ
(C) A এবং B উভয়ই
(D) উপরের কোনোটিই নয়

Ans- (C) A এবং B উভয়ই

157.ব্যাকট্রিয় রাজ মিনান্দার এবং বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের মধ্যে কথোপকথনের ওপর রচিত গ্রন্থের নাম কি?
(A) অঙ্গুত্তরনিকয়
(B) সি-ইউ-কি
(C) ফো-কুয়ো-কিং
(D) মিলিন্দপঞ্চহ

Ans- (D) মিলিন্দপঞ্চহ( বা মিলিন্দের প্রশ্ন। এটি রচনা করেন নাগসেন

158.কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী জানতে পারা যায়?
(A) অর্থশাস্ত্র
(B) সি-ইউ-কি
(C) ইন্ডিকা
(D) কিতাব উল রাহেলা

Ans- (C) ইন্ডিকা( গ্রন্থটি রচনা করেন মেগাস্থিনিস ইনার এই গ্রন্থটিকে “ভারত কোষ” বলা হয়। এই গ্রিক পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে (304-299 খ্রিস্টপূর্ব) ভারতে আসেন)।

159.”দেবী চন্দ্রগুপ্তমের”- রচিয়তা কে?
(A) শূদ্রক
(B) চক্রপানি দত্ত
(C) বিশাখ দত্ত
(D) কালিদাস

Ans- (C) বিশাখ দত্ত (এটি একটি নাটক)।

160.নিচের কোন গ্রন্থটি চক্রপানি দত্তের রচিত?
(A) চিকিৎসা সংগ্রহ
(B) শব্দ চন্দ্রিকা
(C) দ্রব্যগুন সংগ্রহ
(D) উপরের সবকটিই

Ans- (D) উপরের সবকটিই

161. নিচের কোন গ্রন্থটি জ্যোতিষ শাস্ত্রের ওপর রচিত?
(A) শব্দ চন্দ্রিকা
(B) মিতাক্ষরা
(C) পঞ্চসিদ্ধান্তিকা
(D) মাধ্যমিকসূত্র

Ans- (C) পঞ্চসিদ্ধান্তিকা(এটি রচনা করেন বরাহমিহির গুপ্ত যুগে। বরাহমিহিরের আর একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল সূর্যসিদ্ধান্ত)

162.”ভগবতীসূত্র”- কোন ধর্মের গ্রন্থ?
(A) বৌদ্ধ ধর্মের
(B) জৈন ধর্মের
(C) আজীবক ধর্মের
(D) হিন্দু ধর্মের

Ans- (B) জৈন ধর্মের ( জৈনদের প্রধান ধর্ম গ্রন্থ হল “দ্বাদশ অঙ্গ”)। 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.