অ্যাসিড ক্ষার ও লবন সম্বন্ধীয় প্রশ্ন

41. অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষিত হয়ে কি দেব?
(A) জল দেবে
(B) H+ আয়ন দেবে
(C) H+ আয়ন & CH3COO Radical বা মূলক দেবে
(D) CH3(OH)2 দেবে

Ans- (C) H+ আয়ন & CH3COO Radical বা মূলক দেবে।

42. HCL (হাইড্রোক্লোরিক অ্যাসিড) এর ক্ষার গ্রাহীতা (Basicity of Acid) কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 3
Ans- (B) 1
(কারণ এখানে একটাই H আছে।
* একটা কথা মনে রাখবে যে সব অ্যাসিড এর ক্ষার গ্রাহীতা 1 হয় তাদের কে “Mono Basic” বলে।* কতো গুলো H+ একটা অ্যাসিড তার জলীয় দ্রবণে উৎপন্ন করতে পারছে সেটাকেই বলা হয় Basicity of Acid বা ক্ষারক গ্রাহীতা)।

43. HNO3 এর ক্ষারক গ্রাহীতা কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 3
Ans- (B) 1
(এটিও “Mono Basic”)।

44. H2SO4 (সালফিউরিক অ্যাসিড)এর ক্ষারক গ্রাহীতা কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 7
Ans- (A) 2
(যে অ্যাসিডের ক্ষারক গ্রাহীতা 2 তাদের কে বলা হয় “Dibasic”)।

45. H2PO4 এর ক্ষারক গ্রাহীতা কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 7
Ans- (A) 2
(এটিও “Dibasic”)।

46. H2CO3 (কার্বনিক অ্যাসিড)এর ক্ষারক গ্রাহীতা কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 7
Ans- (A) 2
(এটিও “Dibasic”)।

47. ফরমিক (HCOOH) অ্যাসিডের ক্ষারক গ্রাহীতা কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 7
Ans- (B) 1
(এটি Mono Basic”)।

48. CH3COOH এর ক্ষারক গ্রাহীতা কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 7
Ans- (B) 1
(এটি Mono Basic”)
(এটি ভাঙলে হচ্ছে H+ আর হচ্ছে CH3COO- তার মানে এখানে একটাই H আছে তাই এটির ক্ষারক গ্রাহীতা 1)।

49. H3PO4 এর ক্ষারক গ্রাহীতা কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 3
Ans- (D) 3
(যে সব অ্যাসিডের ক্ষারক গ্রাহীতা 3 হয় তাদের কে বলা হয় “Tribasic”)।

50. H2SO3 এর ক্ষারক গ্রাহীতা কত?
(A) 2
(B) 1
(C) 4
(D) 3
Ans- (A) 2
(আমরা জানি যে সব অ্যাসিডের ক্ষারক গ্রাহীতা 2 হয় তাদের বলা হয় Dibasic, তাই এটি Dibasic)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.