Ans- (D) উপরের সবকটি
(HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড)
HBr (হাইড্রোব্রোমিক অ্যাসিড)
HI (হাইড্রো আয়োডিক অ্যাসিড)
HCN (হাইড্রো সায়ানিক অ্যাসিড)
* এই সব অ্যাসিডে অক্সিজেন থাকে না তাই একে আমরা বলি হাইড্রাসিড)।
Ans- (D) উপরের সবকটিই
(H2SO4 (সালফিউরিক অ্যাসিড)
HNO3 (নাইট্রিক অ্যাসিড)
H3PO4 (ফসফরিক অ্যাসিড)।
* এই সব Acid গুলিতে অক্সিজেন আছে এই কারণে আমরা একে অক্সিঅ্যাসিড বলি)।
36. উৎস অনুযায়ী Acid কে কয় ভাগে ভাগ করা যায়?
(A) 2 ভাগে
(B) 3 ভাগে
(C) 4 ভাগে
(D) 6 ভাগে
Ans- (A) 2 ভাগে
(উৎস অনুযায়ী Acid কে দুই ভাগে বিভক্ত করা যায় যথা Organic Acid (জৈব অ্যাসিড) এবং Mineral Acid (অজৈব অ্যাসিড)।
Ans- (D) উপরের সবকটিই
(যে Acid Mineral বা খনিজ (খনিজ বলতে আমরা মৌলকে বুঝি) থেকে পাওয়া যায় তাকে আমরা বলি Mineral Acid
* একটা কথা অবশ্যই মাথায় রাখবে এই Acid গুলির মধ্যে একমাত্র HNO3 ও H2SO4 বাদে বাকি সবগুলিই আবার হাইড্রাসিড।
* উপরের Acid গুলিকে আবার “Strong Acid”ও বলা হয়।
38. নিন্মের কোনটি Organic Acid (জৈব অ্যাসিড)?
(A) HCOOH
(B) CH3COOH
(C) উপরের দুটিই
(D) শুধুমাত্র A
Ans- (C) উপরের দুটিই
(HCOOH (ফরমিক অ্যাসিড)
CH3COOH (টাটারিক অ্যাসিড)
* এখানে একটা কথা মাথায় রাখবে Organic Acid (জৈব অ্যাসিড) কিন্তু “Weak Acid” হয়)