অ্যাসিড ক্ষার ও লবন সম্বন্ধীয় প্রশ্ন

31. Mainly Acid কে (হাইড্রোজেন ও অক্সিজেন অনুযায়ী) কয় ভাগে ভাগ করা যায়?
(A) 2 ভাগে
(B) 3 ভাগে
(C) 4 ভাগে
(D) 5 ভাগে

Ans- (A) 2 ভাগে
(এই দুই প্রকার Acid হলো যথা- হাইড্রাসিড এবং অক্সিঅ্যাসিড।
*অ্যাসিড অবশ্যই তড়িৎ বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে H+ আয়ন (Positive Ions) দেবে তাকে আমরা Acid বলি।আর যদি H+ আয়ন (Positive Ions) না দেয় তাহলে সেটি Acid নয়।* Acid মানেই H+ আয়ন (Positive Ions) দেবে)।

32. নিন্মের কোন Acid এ অক্সিজেন আছে?
(A) হাইড্রাসিডে
(B) অক্সিঅ্যাসিডে
(C) জৈব অ্যাসিডে
(D) অজৈব অ্যাসিডে
Ans- (B) অক্সিঅ্যাসিডে
(অক্সিজেন থাকলে আমারা বলবো অক্সিঅ্যাসিড।অক্সিঅ্যাসিডের উদাহরণ হল নাইট্রিকঅ্যাসিড (HNO3)।

33. নিন্মের কোন Acid এ অক্সিজেন নেই?
(A) হাইড্রাসিডে
(B) অক্সিঅ্যাসিডে
(C) জৈব অ্যাসিডে
(D) অজৈব অ্যাসিডে
Ans- (A) হাইড্রাসিডে(যে সব অ্যাসিডে অক্সিজেন থাকে না তাকে আমরা বলি হাইড্রাসিড। হাইড্রাসিডের উদাহরণ হল হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)।

34. নিন্মের কোনটি হাইড্রাসিড?
(A) HCl
(B) HBr
(C) HI & HCN
(D) উপরের সবকটি
Ans- (D) উপরের সবকটি
(HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড)
HBr (হাইড্রোব্রোমিক অ্যাসিড)
HI (হাইড্রো আয়োডিক অ্যাসিড)
HCN (হাইড্রো সায়ানিক অ্যাসিড)
* এই সব অ্যাসিডে অক্সিজেন থাকে না তাই একে আমরা বলি হাইড্রাসিড)।

35. নিন্মের কোনটি অক্সিঅ্যাসিড?
(A) H2SO4
(B) HNO3
(C) H3PO4
(D) উপরের সবকটিই
Ans- (D) উপরের সবকটিই
(H2SO4 (সালফিউরিক অ্যাসিড)
HNO3 (নাইট্রিক অ্যাসিড)
H3PO4 (ফসফরিক অ্যাসিড)।
* এই সব Acid গুলিতে অক্সিজেন আছে এই কারণে আমরা একে অক্সিঅ্যাসিড বলি)।

36. উৎস অনুযায়ী Acid কে কয় ভাগে ভাগ করা যায়?
(A) 2 ভাগে
(B) 3 ভাগে
(C) 4 ভাগে
(D) 6 ভাগে
Ans- (A) 2 ভাগে
(উৎস অনুযায়ী Acid কে দুই ভাগে বিভক্ত করা যায় যথা Organic Acid (জৈব অ্যাসিড) এবং Mineral Acid (অজৈব অ্যাসিড)।

37. নিন্মের কোনটি Mineral Acid (অজৈব অ্যাসিড)?
(A) HCl
(B) HBr & H2SO4
(C) HNO3 & HCN
(D) উপরের সবকটিই
Ans- (D) উপরের সবকটিই
(যে Acid Mineral বা খনিজ (খনিজ বলতে আমরা মৌলকে বুঝি) থেকে পাওয়া যায় তাকে আমরা বলি Mineral Acid
* একটা কথা অবশ্যই মাথায় রাখবে এই Acid গুলির মধ্যে একমাত্র HNO3 ও H2SO4 বাদে বাকি সবগুলিই আবার হাইড্রাসিড।
* উপরের Acid গুলিকে আবার “Strong Acid”ও বলা হয়।

38. নিন্মের কোনটি Organic Acid (জৈব অ্যাসিড)?
(A) HCOOH
(B) CH3COOH
(C) উপরের দুটিই
(D) শুধুমাত্র A
Ans- (C) উপরের দুটিই
(HCOOH (ফরমিক অ্যাসিড)
CH3COOH (টাটারিক অ্যাসিড)
* এখানে একটা কথা মাথায় রাখবে Organic Acid (জৈব অ্যাসিড) কিন্তু “Weak Acid” হয়)

39. নিচের কোনটি Strong Acid?
(A) CH3COOH
(B) HCOOH
(C) HCl
(D) উপরের সবকটিই
Ans- (C) HCl
(এই HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড) টি হলো Mineral Acid. কারণ আমরা জানি Mineral Acid মানেই Strong Acid)।

40. নিন্মের কোনটি Weak Acid?
(A) HCl
(B) CH3COOH
(C) HCN
(D) HBr
Ans- (B) CH3COOH (অ্যাসিটিক অ্যাসিড)
(এই অ্যাসিডটি ভিনিগারে পাওয়া যায়।* এখানে একটা কথা মনে রাখবে Organic Acid (জৈব অ্যাসিড) মানেই weak Acid)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.