21. রেড লিটমাসকে লাল রং থেকে নীল রং করে দেয় কে?
(A) Alkali
(B) Base
(C) Mineral Acid
(D) Sodium
Ans- (B) Base (ক্ষারক)
(ক্ষারক হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে।* সব ক্ষার হচ্ছে ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়।* ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে না।
22. নিন্মের কোন অ্যাসিড জলে দ্রবীভূত হতে পারে না?
(A) Fe(OH)2 & ZNO
(B) Fe(OH)3 & ZN(OH)2
(C) Cu(OH)2 & CuO & Al(OH)3
(D) উপরের সবকটিই
Ans- (D) উপরের সবকটিই
(যেহেতু উপরোক্ত অ্যাসিড গুলি জলে দ্রবীভূত হতে পারে না তাই এটি ক্ষারক (Base)।
23. ক্ষার (Alkali) কে কয় ভাগে ভাগ করা যায়?
(A) 4 ভাগে
(B) 3 ভাগে
(C) 2 ভাগে
(D) 1 ভাগে
Ans- (C) 2 ভাগে
(ক্ষার (Alkali) কে তীব্রতা অনুযায়ী দুই ভাগে করা যায় যথা তীব্র ক্ষার এবং মৃদ ক্ষার।* ক্ষার কিন্তু জলে দ্রবীভূত হতে পারে।* একটা বিশেষ Type এর ক্ষারক যারা জলে দ্রবীভূত হতে পারে এবং OH- আয়ন (Negative Ions) দেয় তাদের কে ক্ষার (Alkali) বলা হয়।* সব ক্ষার হচ্ছে ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়)
24. নিন্মের কোনটি মৃদু ক্ষার এর উদাহরণ?
(A) Mg(OH)2
(B) Ca(OH)2
(C) NH4OH (অ্যামোনিয়া হাইড্রাঅক্সাইড)& CaO
(D) উপরের সবকটিই
Ans- (D) উপরের সবকটিই
(উপরোক্ত সব অ্যাসিডগুলি জলে অল্প হারে দ্রবীভূত হতে পারে তাই এই গুলিকে কে মৃদ ক্ষার বলা হয়)।
Ans- (A) Na2OH (সোডিয়াম হাইড্রাঅক্সাইড)
(এটি জলে ব্যাপক হারে জলে দ্রবীভূত হতে পার কাজেই এটি তীব্র ক্ষার)।
27. Blue লিটমাসকে লাল করে দেয় কে?
(A) অ্যাসিড
(B) ক্ষার
(C) Alkali
(D) Sodium
Ans- (A) অ্যাসিড
(অ্যাসিডের বৈশিষ্ট্য :-
* অ্যাসিড স্বাদে টক হয়।
* অ্যাসিড Sticky বা চটচটে হয়।
* অ্যাসিড Electricity Conduction করতে পারে কারণ ওখানে Ions থাকে)।
28. ক্ষার (Base) এর Solution কে আমরা কি বলি?
(A) Electricity
(B) Alkali Solution
(C) Electrolyte
(D) Blue Base
Ans- (C) Electrolyte
29. CuO (কপার অক্সাইড) এর মধ্যে HCl দিলে কালো থেকে Blue Green হয়ে যায় কেনো?
(A) CuCl2 উৎপন্ন হয় বলে
(B) Cu(Cl)2 উৎপন্ন হয় বলে
(C) Cau(Cl)2 উৎপন্ন হয় বলে
(D) CaCl2 উৎপন্ন হয় বলে
Ans- (A) CuCl2 উৎপন্ন হয় বলে (কপার ক্লোরাইড)
(CuO + HCl = CuCl2 এর সাথে H2O (জল) ও উৎপন্ন হয়। এই কারণে এটি ব্ল্যাক থেকে blue green হয়ে যায়)।