অ্যাসিড ক্ষার ও লবন সম্বন্ধীয় GK (Part-2)

11. একটি দ্রবণের pH Value 3 to 6, দ্রবণটি হলো একটি-
(A) অ্যাসিডিক দ্রবণ
(B) ক্ষারীয় দ্রবণ
(C) প্রশম দ্রবণ
(D) লবনাক্ত দ্রবণ

Ans-(A) অ্যাসিডিক দ্রবণ
(তোমরা জানো- 7 এর নীচে হলে সেটা হয় অ্যাসিডিক।আর 7 এর উপরে যখন যাবে সেটা তখন হয়ে যাবে ক্ষারীয়।তাহলে তোমাদের Answer কি হবে,- Definitely Acidic দ্রবণ হবে)।

12. সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্ল গ্রাহীতা (Acidity) কত?
(A) 1
(B) 2
(C) 5
(D) 4
Ans-(A) 1
( NaOH হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত।একে তুমি যদি ভাঙো কি পাবে,- পাবে Na+ এবং একটাই OH- পাবে।তাহলে এখানে দেখতে পাচ্ছো যে একটাই OH- হচ্ছে।সেই জন্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্ল গ্রাহীতা (Acidity) হলো 1)।

13. নীচের কোনটি সত্য নয়?
(A) সব Base (ক্ষারক) জলে দ্রবীভূত হতে পারে।
(B) Al(OH)3 জলে জলে দ্রবীভূত হয় না।
(C) Alkali হলো এমন Base যারা জলে দ্রবীভূত হতে পারে।
(D) অ্যামনিয়াম হাইড্রোক্সাইড একটি মৃদ Alkali (ক্ষার)
Ans-(A) সব Base (ক্ষারক) জলে দ্রবীভূত হতে পারে।
(এগুলো অবশ্যই মাথায় রাখবে –
* Alkali (ক্ষার) -এর Example হলো :- Ca(OH)3 (ক্যালসিয়াম হাইড্রোক্সাইড), NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড), NH4OH (অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড) -এরা জলে দ্রবীভূত হয়।কারণ ক্ষার জলে Definitely দ্রবীভূত হয়।
* ক্ষারক (Base) সাধারণত জলে দ্রবীভূত হতেও পারে আবার নাও পারে।তবে কিছু কিছু Base আছে যারা দ্রবীভূত হয় না।যেমন – Fe(OH)3 (ফেরিক হাইড্রোক্সাইড), Al(OH)3 (অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড), Zn(OH)2 (জিঙ্ক হাইড্রোক্সাইড) প্রভৃতি।* যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বা Alkali বলি)।

14. নীচের কোনটি জলে দ্রবীভূত হয় না
(A) NaOH
(B) NH4OH
(C) KOH (পটাশিয়াম হাইড্রোক্সাইড)
(D) ZnO
Ans-(D) ZnO (জিঙ্ক অক্সাইড)
(জিঙ্ক অক্সাইড) হলো ক্ষারক। বাকি সব গুলো ক্ষার যারা জলে দ্রবীভূত হতে পারে)।

15. নীচের কোনটি Alkali (ক্ষার)?
(A) PbO2 (লেড অক্সাইড)
(B) MnO2 (ম্যাঙ্গানিজ অক্সাইড)
(C) NH4OH (অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড)
(D) Fe(OH)3 (ফেরিক হাইড্রোক্সাইড
Ans-(C) NH4OH (অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড)।

16. একটি Solution এর pH Value 3 থেকে 6 হলে H+ ঘনত্বের কি পরিবর্তন হবে?
(A) তিন গুণ বৃদ্ধি পাবে
(B) 100 গুন কমে যাবে
(C) দুই গুন বৃদ্ধি পাবে
(D) 1000 গুন কমে যাবে
Ans-(D) 1000 গুন কমে যাবে
(আমরা একটা জিনিস জানি যে 7 হচ্ছে মিডিলে থাকে।7 এর উপরে যত যাবে তত তুমি ক্ষার পাবে অর্থাৎ তত OH- বাড়বে।আর 7 এর নীচে যত যাবে তত তুমি অ্যাসিড পাবে অর্থাৎ তত H+ বাড়বে। question -এ বলেছে 3 থেকে 6 অর্থাৎ 7 দিকে যাচ্ছে।7 -এর দিকে যাচ্ছে মানে H+ ঘনত্বে ঘাটতি আসবে।তাহলে বৃদ্ধি কিন্তু Definitely হবে না।তাহলে কি হবে,- question -এ যে 3 লেখা আছে সেটা হবে 10^-3 আর যে 6 লেখা আছে সেটা হবে 10^-6 (এটা হয় মাইনাস লগের জন্য)।
:- 10^-3 = 1/10^3
= 1/1000
= 1000 গুন কমে যাবে)।

17. pH পেপারের উপর সলিড সোডিয়াম বাই-কার্বনেট রাখলে রঙ কিরূপ পরিবর্তিত হবে?
(A) নীল হয়ে যাবে
(B) কোনো রূপ পরিবর্তন হবেনা
(C) প্রথমে শুরু হবে তারপর হলদে হবে যাবে
(D) হালকা গোলাপী বর্ণের হয়ে যাবে
Ans-(B) কোনো রূপ পরিবর্তন হবেনা
(সোডিয়াম বাই-কার্বনেট হচ্ছে লবণ।মনে রাখবে লবণের সাথে pH পেপারের কোনো সম্পর্ক নেই।pH পেপারের রঙ কেবলমাত্র অ্যাসিড বা ক্ষার এই দুটো Solution -এর ক্ষেত্রে পরিবর্তন হয়।লবণের ক্ষেত্রে pH পেপারের যে Colour সেটা পরিবর্তন হয় না।তাহলে তোমাদের এখানে Answer হয়ে যাবে কোনো রূপ পরিবর্তন হবেনা)।

18. অ্যালুমিনিয়ামের পাতলা পাতাকে ফেরাস সালফেট দ্রবণে ডুবিয়ে রাখলে কি পরিবর্তন লক্ষণীয় হবে?
(A) হালকা সবুজ বর্ণের দ্রবণ বর্ণহীন হয়ে যায়।
(B) দ্রবণ যে পাত্রে আছে তার নিন্মাংশ হঠাৎ করে গরম হয়ে যাবে।
(C) দগ্ধ সালফারের গন্ধযুক্ত একটি গ্যাস উৎপন্ন হয়
(D) হালকা সবুজ বর্ণের দ্রবণ নীলে পরিণত হবে।
Ans-(A) হালকা সবুজ বর্ণের দ্রবণ বর্ণহীন হয়ে যায়।
(এর কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ফেরাস সালফেটের মধ্যে Dispersement বিক্রিয়া হবে (এই বিক্রিয়াকে বলা হয় “প্রতিস্থাপন বিক্রিয়া”) এই বিক্রিয়ার ফলে অ্যালুমিনিয়াম ফেরাসকে বাইরে বেড় করে দেবে এবং নিজে সালফেটটাকে দখল করে নেবে।এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় (Al2(SO4)3 (অ্যালুমিনিয়াম সালফেট)।
* মনে রাখবে ফেরাস সালফেটের দ্রবণ হালকা সবুজ হয়।
* ফেরাস সালফেটকে ” Green Vitrial ” বলা হয়।কারণ ফেরাস সালফেটের যে দ্রবণ তার রঙ হালকা সবুজ।তাই স্বাভাবিক ভাবেই হালকা সবুজ বর্ণের দ্রবণ বর্ণহীন হয়ে যাবে)।

19.একটি বর্ণহীন দ্রবণে pH পেপার দিয়ে টেস্ট করা হলে পেপারটি লালচে গোলাপী বর্ণের হয়ে যায়।দ্রবণটি সম্ভবতঃ কিসের দ্রবণ?
(A) Tap Water
(B) Sodium Hydroxide Solution
(C) Distilled Water
(D) Ethanoic Acid Solution

Ans-(D) Ethanoic Acid Solution
(লালচে গোলাপী মানে Red -এর দিকে যাচ্ছে।Red -এর দিকে কখন যায়,- যখন Acid হয়।এখানে অ্যাসিড আছে একমাত্র Ethanoic Acid (ইথানয়িক অ্যাসিড)।এই ইথানয়িক অ্যাসিডকেই অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, যেটা ভিনিগারে থাকে)।

20.নীল লিটমাসের পেপারের উপরে একটি বর্ণহীন Solution -এর কয়েক ফোঁটা ফেললে সেটি লাল বর্ণের হয়ে যায়।ঐ দ্রবণটি কিসের ছিলো?
(A) লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের
(B) লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের
(C) পরিশুদ্ধ জলের
(D) সোডিয়াম বাই-কার্বনেটের

Ans-(A) লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের
(দেখো আবারও question -এ লাল বর্ণ হয়ে যাচ্ছে বলেছে।লাল বর্ণ মানে Red -এর দিকে যাচ্ছে।আর Red -এর দিকে গেলেই সেটা Definitely Acidic Solution হবে।তাহলে তোমাদের Answer কি হবে,- Answer হবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ।
* সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হয়
* সোডিয়াম বাই-কার্বনেট তো লবণ।এটাতে কোনো Change আসবে না)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.