1.নীচের কোনটি একটি অক্সি অ্যাসিডের উদাহরণ?
(A) সালফিউরিক অ্যাসিড (H2SO4)
(B) হাইড্রোব্রোমিক অ্যাসিড (HBr)
(C) হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)
(D) Both A & C
Ans-(A) সালফিউরিক অ্যাসিড (H2SO4)
(মাথায় রাখবে অক্সি অ্যাসিড হলো সেই অ্যাসিড যার মধ্যে অক্সিজেন থাকে।আর হাইড্রো অ্যাসিড হলো সেই অ্যাসিড যার মধ্যে হাইড্রোজেন থাকে।তাহলে এখানে অক্সিজেন আছে কার একমাত্র সালফিউরিক অ্যাসিডের।তাহলে তোমাদের Answer হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড)।
2.বেশি পরিমাণ অক্সিজেন পরমাণু থাকে নিন্মের কোন অ্যাসিডে?
(A) সালফিউরিক অ্যাসিডে
(B) সালফিউরাস অ্যাসিডে
(C) নাইট্রিক অ্যাসিডে
(D) Both A & C
Ans-(A) সালফিউরিক অ্যাসিডে
(সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4 তাহলে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে 4 টে
* সালফিউরাস অ্যাসিডের সংকেত হলো H2SO3 তাহলে সালফিউরাস অ্যাসিডে অক্সিজেন আছে 3 টে
* নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো HNO3 তাহলে নাইট্রিক অ্যাসিডে অক্সিজেন আছে 3টে
* তাহলে কার অক্সিজেন পরমাণু বেশি আছে Definitely সালফিউরিক অ্যাসিডের)।
Ans-(A) H+
(তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH।এই অ্যাসিটিক অ্যাসিডের First Part CH3COO হলো Negative আর Last Part H+ হলো Positive
আর তোমরা জানো Positive হলে ক্যাটায়ন হয়।তোমরা এখানে দেখতে পাচ্ছো Positive হলো H+
তাহলে তোমাদের Answer হয়ে যাবে H+
* অ্যাসিটিক অ্যাসিডের অ্যানায়ন অংশটি হলো CH3COO-
* অ্যাসিটিক অ্যাসিড Monobasic হয় কারণ ক্ষারক গ্রাহীতা 1 হয়)।