ভিটামিন সম্বন্ধীয় জিকে প্রশ্ন
21.ভিটামিন K এর এর অভাবে কি রোগ হয়?
A. হিমোফিলিয়া
B. পেলেগ্রা
C. বেরিবেরি
D. এনিমিয়া
22.ভিটামিন E এর এর অভাবে কি রোগ হয়?
A. স্টেরিলিটি
B. পেলেগ্রা
C. বেরিবেরি
D. এনিমিয়া
23.সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
A. ৯৮.৪ ডিগ্রি সেলসিয়াস
B. ৩৭ ডিগ্রি সেলসিয়াস
C. ১০০ ডিগ্রি সেলসিয়াস
D. ৯০ ডিগ্রী সেলসিয়াস
24.ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
A. ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
B. ১০০ ডিগ্রি ফারেনহাইট
C. ৯৯.৪ ডিগ্রি ফারেনহাইট
D. ৮৮.৪ ডিগ্রি ফারেনহাইট
25.রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে?
A. ৩-৪ মিনিট
B. ১-২ মিনিট
C. ৬-৭ মিনিট
D. ৫-৭ মিনিট
26.BMR এর ফুল ফর্ম কি?
A. Besal Metabolic Rate
B. Besal Metal Required
C. Besal Metabolic Required
D. কোনটিই নয়
27.মানবরক্তের বৃহত্তম শ্বেতকণিকাকে (W.B.C) কি বলে?
A. মনোসাইট
B. লিম্ফোসাইট
C. নিউরোন
D. প্লাটিলেটস
28.মানবরক্তের ক্ষুদ্রতম শ্বেতকণিকাকে (W.B.C) কি বলে?
A. মনোসাইট
B. লিম্ফোসাইট
C. নিউরোন
D. প্লাটিলেটস
29.সঠিক ভাবে দেখার জন্য কোন বস্তুকে চোখের থেকে কমপক্ষে কত দূরে রাখা প্রয়োজন?
A. ৩০ সেন্টিমিটার
B. ২৫ সেন্টিমিটার
C. ৫০ সেন্টিমিটার
D. ১০ সেন্টিমিটার
30.মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি?
A. স্টেপেডিয়াস
B. এবডোমিনাল এওর্টা
C. ডেল্টইড
D. কোনটিই না