ভারতের উচ্চতম স্থান ও বস্তু
01.ভারতের উচ্চতম বিমান বন্দরের নাম কি?
(A) কলকাতা বিমান বন্দর
(B) মুম্বাই বিমান বন্দর
(C) লেহ বিমান বন্দর
(D) কোচি বিমান বন্দর
02.ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
(A) সান্দাকুফু
(B) কাঞ্চনজঙ্ঘা
(C) কারাকোরাম পর্বত শৃঙ্গ
(D) গডউইন অস্টিন
03.নিন্মের কোনটি ভারতের উচ্চতম অট্টালিকা?
(A) গান্ধী ভবন
(B) বিকাশ মিনার
(C) বিকাশ ভবন
(D) নিজাম প্যালেস
04.ভারতের উচ্চতম স্তূপের নাম কি?
(A) সারনাথের স্তূপ
(B) কলিঙ্গের স্তূপ
(C) সাঁচির স্তূপ
(D) কৈলাসের স্তূপ
05.ভারতের উচ্চতম স্তম্ভের (মিনার) নাম কি?
(A) দিল্লীর লালকেল্লা
(B) গোল গম্ভুজ
(C) অশোক চক্র
(D) কুতুব মিনার
06.ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি?
(A) ঘুম
(B) খড়গপুর
(C) ভিক্টরিয়া টার্মিনাস
(D) দাদর
07.নিন্মের কোনটি ভারতের উচ্চতম মন্দির?
(A) ঝাঁসির দশাবতার মন্দির
(B) মধ্যপ্রদেশের বাগ গুহা মন্দির
(C) মিনাক্ষী দেবীর মন্দির
(D) কাশ্মীরের শিব মন্দির
08.নিন্মের কোনটি ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ?
(A) অশোক স্তম্ভ
(B) মহাবীর জৈনর স্তভ
(C) বদ্ধের স্তম্ভ
(D) কনিস্কের স্তম্ভ
09.ভারতের উচ্চতম তোরণদ্বারের (দরওয়াজা) নাম কি?
(A) মিনাক্ষী দেবী মন্দিরের দরওয়াজা
(B) বুলন্দ দরওয়াজা
(C) ফতেপুর সিক্রির গেট
(D) কতুব মিনারের প্রবেশদ্বার
10.ভারতের উচ্চতম বাঁধের নাম কি?
(A) ভাকরা নাঙ্গাল বাঁধ
(B) দামোদর বাঁধ
(C) তেহেরী বাঁধ
(D) গঙ্গা নদীর উপর নির্মিত বাঁধ