ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK
51. “এমার্জেন্সির সময় মৌলিক অধিকার গুলির বিলোপ” – ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) জার্মানি
(B) আমেরিকা
(C) ফ্রান্স
(D) ইংল্যান্ড
52.”সংবিধান সংশোধন পদ্ধতি”(Amendments)- ভারত কোন দেশ থেকে নিয়েছে?
(A) সাউথ আফ্রিকা
(B) সুইডেন
(C) ইতালি
(D) জাপান
53.” রাজ্যসভায় সদস্যদের নিয়োগ পদ্ধতি”- কোন দেশের সংবিধান থেকে ভারত নিয়েছে?
(A) সুইডেন
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) সাউথ আফ্রিকা
(D) ডেনমার্ক
54.”লোকপাল ও লোকায়ুক্তের ধারণা”- ভারতীয় সংবিধানের এই নিয়মটি কোন দেশ থেকে নেওয়া?
(A) জার্মানি
(B) ইংল্যান্ড
(C) সাউথ আফ্রিকা
(D) সুইডেন
55.ভারতের কোন সাংবিধানিক সংস্থাকে -” Westminster Model of Government”-বলা হয়?
(A) রাজ্যসভাকে
(B) লোকসভাকে
(C) ভারতীয় পার্লামেন্টকে
(D) সুপ্রিমকোর্টকে
56.”রাজ্যসভা” ও “লোকসভা”- নাম দুটি কত সালে গ্রহণ করা হয়?
(A) 1947 সালে
(B) 1954 সালে
(C) 1959 সালে
(D) 1962 সালে
57.ভারতের রাজনীতির কোন ব্যক্তিত্ব পার্লামেন্টের সদস্য না হয়েও এবং পার্লামেন্টের কোনো মিটিং-এ অংশ গ্রহণ না করেও পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ?
(A) উপরাষ্ট্রপতি
(B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(C) রাজ্যসভার ডেপুটি স্পিকার
(D) রাষ্ট্রপতি
58.রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে?
(A) 250 জন
(B) 238 জন
(C) 272 জন
(D) 543 জন
59.রাজ্য সভার 250 জন সদস্যের মধ্যে সর্বোচ্চ কত জন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হতে পারে?
(A) 236 জন
(B) 238 জন
(C) 240 জন
(D) 243 জন
60.কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি আছে রাজ্যসভায়?
(A) দিল্লী ও জম্মু কাশ্মীর
(B) পন্ডিচেরী ও জম্মু কাশ্মীর
(C) দিল্লী ও পন্ডিচেরী
(D) উপরের সবকটি