ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK

41.”Fundamental Duties”(মৌলিক কর্তব্য)- ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) রাশিয়া থেকে
(B) আমেরিকা থেকে
(C) ব্রিটেন থেকে
(D) আয়ারল্যান্ড থেকে

Ans- (A) রাশিয়া থেকে

42.”Ideals of Justice”( ন্যায়ের আদর্শ)- এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) অস্ট্রেলিয়া থেকে
(B) কানাডা থেকে
(C) ফ্রান্স থেকে
(D) রাশিয়া থেকে

Ans- (D) রাশিয়া থেকে
( এই বৈশিষ্ট্যটি বা আদর্শটি 1917 সালের রুশ বিপ্লব থেকে নেওয়া হয়েছে। এখানে একটা কথা মনে রাখবে রাশিয়ার থেকে মাত্র 2 বৈশিষ্ট্য বা আদর্শ ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহল-
(i)Fundamental Duties(মৌলিক কর্তব্য) এবং
(ii) Ideals of Justice (ন্যায়ের আদর্শ)।

43.”যৌথ তালিকা” ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) রাশিয়া
(B) জাপান
(C) অস্ট্রেলিয়া
(D)কানাডা

Ans- (C) অস্ট্রেলিয়া
( রাজ্য তালিকা + কেন্দ্র তালিকা)।

44.”পার্লামেন্টের উভয় কক্ষের যুগ্ম মিটিং”(Joint Setting) এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) জার্মানি
(B) ব্রিটেন
(C) ফ্রান্স
(D) অস্ট্রেলিয়া

Ans- (D) অস্ট্রেলিয়া
( যখন রাজ্যসভা ও লোকসভার মধ্যে মতানৈক্য হয় তখন রাষ্ট্রপতি কতৃক এই মিটিং জারি করা হয় এবং এর প্রধান বা সভাপতি হন লোকসভার স্পিকার। * অস্ট্রেলিয়া থেকে ভারত মাত্র দুটি বিষয় নিয়েছে তা হলো যৌথ তালিকা এবং জয়েন্ট সিটিং)।

45.” নির্দেশমূলক নীতি”( Directive Principles)- এই বৈশিষ্ট্যটি ভারত কোন দেশ থেকে নিয়েছে?
(A) আয়ারল্যান্ডের থেকে
(B) জার্মানির থেকে
(C) কানাডা থেকে
(D) জাপান থেকে

Ans- (A) আয়ারল্যান্ডের থেকে

46.”রাজ্যসভায় 12 জন সদস্যের মনোনয়ন”(রাষ্ট্রপতি কতৃক)- ভারতীয় সংবিধানের এই নীতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) জার্মানির থেকে
(B) আয়ারল্যান্ডের থেকে
(C) ফ্রান্সের থেকে
(D) ব্রিটেন থেকে

Ans- (B) আয়ারল্যান্ডের থেকে

47.”রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি” কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্তি হয়েছে?
(A) রাশিয়ার
(B) ফ্রান্সের
(C) ইতালির
(D) আয়ারল্যান্ডের

Ans- (D) আয়ারল্যান্ডের
( রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
* (i) নির্দেশমূলক নীতি
(ii) রাজ্যসভায় 12 জন সদস্যের মনোনয়ন এবং

(iii)রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি এই তিনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছে)।


48.”Federalism”(মৈত্রীতন্ত্রবাদ)- ভারতীয় সংবিধানের এই নীতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) জার্মানি
(B) জাপান
(C) কানাডা
(D) আমেরিকা
Ans- (C) কানাডা
( একই Geographical এরিয়ায় 2 জন কন্ট্রোলার থাকবে এবং তারা একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবে। যেমন আমাদের ভারতে কেন্দ্রে থাকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে রাজ্য সরকার। এই দুই সরকারের ক্ষমতা বন্টনের মধ্য দিয়েই আমাদের দেশ চলে একেই বলা হয় Federalism বা মৈত্রীতন্ত্রবাদ।

49.” গভর্নর নিযুক্ত হবেন রাষ্ট্রপতির দ্বারা” এই নিয়মটি ভারত কোন দেশ থেকে নিয়েছে?
(A) কানাডা
(B) জার্মানি
(C) জাপান
(D) ফ্রান্স

Ans- (A) কানাডা
( এটাও কিন্তু Federalism এর একটি পার্ট )।

50.”সুপ্রিমকোর্টের উপদেশাত্বক ক্ষমতা”- কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্তি হয়েছে?
(A) জার্মানির
(B) জাপানের
(C) ইতালির
(D) কানাডার

Ans- (D) কানাডার
( সুপ্রিমকোর্ট কয়েকটি ব্যাপারে রাষ্ট্রপতিকে উপদেশ দিতে পারে অর্থাৎ সুপ্রিমকোর্টের একটি Advisory Power আছে।
* (i) গভর্নর নিযুক্ত হবেন রাষ্ট্রপতির দ্বারা।
(ii) সুপ্রিমকোর্টের উপদেশাত্বক ক্ষমতা এবং
(iii) Federalism ( মৈত্রীতন্ত্রবাদ) – এই তিনটি নীতি বা আদর্শ ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্তি হয়েছে। এই নীতি তিনটি কানাডা থেকে নেওয়া হয়েছে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.