ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK

31.” Fundamental Right”(মৌলিক অধিকার) ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া?
(A) আমেরিকা থেকে
(B) ব্রিটেন থেকে
(C) কানাডা থেকে
(D) রাশিয়া থেকে

Ans- (A) আমেরিকা থেকে
( মৌলিক অধিকার আইন দ্বারা জারি করা যায় না)।

32. “বিচার বিভাগের স্বাধীনতা”- এই বৈশিষ্ট্যটি ভারত কোন দেশের সংবিধান থেকে নিয়েছে?
(A) আয়ারল্যান্ডের সংবিধান থেকে।
(B) জার্মানির সংবিধান থেকে
(C) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে
(D) ফ্রান্সের সংবিধান থেকে।
Ans- (C) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে
( এটি শাসন বিভাগ ও আইন বিভাগের আন্ডারে নয়।এটি সম্পূর্ণ স্বাধীন)।

33. “Judicial Review”- সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) সুইজারল্যান্ড থেকে
(B) আমেরিকা থেকে
(C) আয়ারল্যান্ডের থেকে
(D) রাশিয়া থেকে
Ans- (B) আমেরিকা থেকে
( সুপ্রিমকোর্ট যে জাজমেন্ট করে সেই জাজমেন্টকে সুপ্রিমকোর্ট পূনরায় Review করতে পারে বা পূনরায় বিচার করতে পারে এটাই হলো Judicial Review। এছাড়াও সুপ্রিমকোর্ট রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকলাপের উপর নজর রাখতে পারে বা খুঁটিয়ে দেখতে পারে)।

34. “রাষ্ট্রপতির ইমপিচমেন্ট”- ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া?
(A) ব্রিটেন থেকে
(B) অস্ট্রেলিয়া থেকে
(C) কানাডা থেকে
(D) আমেরিকা থেকে
Ans- (D) আমেরিকা থেকে

35. “সুপ্রিমকোর্টের বিচারকদের অপসারণ”-পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
(A) অস্ট্রেলিয়া থেকে নেওয়া
(B) আমেরিকা থেকে নেওয়া
(C) রাশিয়ার থেকে নেওয়া
(D) ফ্রান্সের থেকে নেওয়া
Ans- (B) আমেরিকা থেকে নেওয়া

36. ” হাইকোর্টের বিচারকদের অপসারণ”- কোন দেশ থেকে নেওয়া?
(A) আমেরিকা থেকে
(B) ব্রিটেন থেকে
(C) আয়ারল্যান্ডের থেকে
(D) রাশিয়া থেকে
Ans- (A) আমেরিকা থেকে
( এখানে একটা কথা সব সময় মনে রাখবে যত প্রকার অপসারণ পদ্ধতি আছে সব আমেরিকা থেকে নেওয়া হয়েছে)।

37. “উপরাষ্ট্রপতি পদ”- কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) আমেরিকা থেকে
(B) জাপান থেকে
(C) জার্মানি থেকে
(D) ইংল্যান্ড থেকে
Ans- (A) আমেরিকা থেকে

38. ” লিখিত সংবিধান”- এই বৈশিষ্ট্যটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে?
(A) আমেরিকা থেকে
(B) ব্রিটেন থেকে
(C) অস্ট্রেলিয়া থেকে
(D) জার্মান থেকে
Ans- (A) আমেরিকা থেকে
( পৃথিবীর মধ্যে সবচেয়ে আগে লিখিত সংবিধান হলো আমেরিকান সংবিধান।
ব্রিটেনের সংবিধান কিন্তু লিখিত সংবিধান নয়)।

39. “সংবিধানের প্রস্তাবনা”-এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া?
(A) আয়ারল্যান্ড থেকে
(B) ব্রিটেন থেকে
(C) আমেরিকা থেকে
(D) অস্ট্রেলিয়া থেকে
Ans- (C) আমেরিকা থেকে

40. আমাদের দেশের বিমান, স্থল এবং নৌবাহিনীর প্রধান কে?
(A) প্রধানমন্ত্রী
(B) স্বরাষ্ট্রমন্ত্রী
(C) রাষ্ট্রপতি
(D) উপরাষ্ট্রপতি
Ans- (C) রাষ্ট্রপতি
( এই বৈশিষ্ট্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.