ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK
21.”Parliamentary Government”এই বৈশিষ্ট্যটি ভারত কোন দেশের সংবিধান থেকে নিয়েছে?
(A) আমেরিকা থেকে
(B) রাশিয়া থেকে
(C) ব্রিটেন থেকে
(D) কানাডা থেকে
22.”Cabinet System”(মন্ত্রী সভা) ভারত কোন দেশর সংবিধান থেকে নিয়েছে?
(A) জার্মানি থেকে
(B) ফ্রান্স থেকে
(C) আমেরিকা থেকে
(D) ইংল্যান্ড থেকে
23.” Council of Minister Responsible to Lok Sova”- কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
(A) সুইজারল্যান্ডের সংবিধান থেকে
(B) ব্রিটেনের সংবিধান থেকে
(C) আমেরিকান সংবিধান থেকে
(D) কানাডিয়ান সংবিধান থেকে
24.”Single Citizenship”(একক নাগরিকত্ব) এই বৈশিষ্ট্যটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
(A) ফ্রান্সের সংবিধান থেকে
(B) রাশিয়ার সংবিধান থেকে
(C) কানাডিয়ান সংবিধান থেকে
(D) ব্রিটেনের সংবিধান থেকে
25.”Writs”- শব্দটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
(A) ব্রিটেনের সংবিধান থেকে
(B) আয়ারল্যান্ডের সংবিধান থেকে।
(C) জার্মানির সংবিধান থেকে
(D) জাপানের সংবিধান থেকে।
26.”দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট”-এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) ব্রিটেনের থেকে
(B) আয়ারল্যান্ড থেকে
(C) আমেরিকা থেকে
(D) সুইজারল্যান্ড থেকে
27.” President – Nominal Head”- এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) জার্মানির থেকে
(B) জাপান থেকে
(C) ইতালি থেকে
(D) ব্রিটেন থেকে
28.”Speaker”-শব্দটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
(A) আমেরিকান সংবিধান থেকে
(B) সুইডেনের সংবিধান থেকে
(C) ব্রিটেনের সংবিধান থেকে
(D) রাশিয়ার সংবিধান থেকে
29.”Shadow Cabinet”- বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে।
(B) ব্রিটেনের সংবিধান থেকে
(C) আয়ারল্যান্ডের সংবিধান থেকে।
(D) জার্মানির সংবিধান থেকে।
30.ব্রিটেনের সংবিধান বা ব্রিটেনের থেকে কয়টি বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ হয়েছে?
(A) 5 টি
(B) 6 টি
(C) 7 টি
(D) 9 টি