বিজ্ঞান জিকে – পরিমাপ ও একক
1.Science এ মোট বেসিক ইউনিটের সংখ্যা কয়টি?
A. ৭ টি
B. ৮ টি
C. ৫ টি
D.৬ টি
2.নিচের কোন টি শক্তির (এনার্জি) এর ইউনিট নয়?
A. ক্যালোরি
B. জুল
C. ইলেক্ট্রন ভোল্ট
D. ওয়াট
3. এক ফার্মিমিটার সমান কত মিটার?
A. 10⁻⁹ m
B. 10⁻¹⁵ m
C. 10⁻¹⁸ m
D. 10⁻¹²m
4.নিচের কোনটি সময়ের একক নয়?
A. প্যারালালিক সেকেন্ড
B. মাইক্রো সেকেন্ড
C. লিপ ইয়ার
D. সোলার ডে
5. লুমিনাস ইন্টেন্সিটির SI একক কি?
A. লুমেন
B. লাক্স
C. ক্যান্ডেলা
D. ওয়াট
6.পারসেক (Parsec) এককের সাহায্যে কি পরিমাপ করা হয়?
A. নক্ষত্রের ঘনত্ব
B. মহাজাগতিক দূরত্ব
C. মহাজাগতিক বস্তুর উজ্জ্বলতা
D. বৃহত্তম নক্ষত্রের অরবিটাল গতি
7. এক আলোক বর্ষ সমান-
A. 10¹¹km
B. 10¹⁵m
C. 10¹⁶m
D. 10¹⁶km
8.আলোক বর্ষ কিসের একক?
A. আলো
B. সময়
C. ঘনত্ব
D. দূরত্ব
9.এম্পিয়ার(Ampere)কিসের একক?
A. কারেন্ট
B. ম্যাগনেটিক ফিল্ড
C. ইলেকট্রিক চার্জ
D. রেসিস্টেন্স
10.Youngs Modulus এর SI একক কি?
A. ডাইন/মিটার
B. নিউটন/মিটার
C. নিউটন/মিটার²
D.m²/s