Ans-(B) ছত্রাক (Fungus)
(পেনেসিলিয়াম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
* পেনেসিলিয়াম আবিস্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে।
* এই আবিষ্কারের ফলে তিনি নোবেল পুরস্কার পান 1945 সালে।
* পেনেসিলিয়াম ব্যবহার শুরু হয় 1942 সাল থেকে)।
23. পরাগরেণু যেটি পতঙ্গ দ্বারা স্থানান্তরিত হয় যেটি নীচের কোনটির মতো হয়?
(A) মসৃন এবং শুস্ক
(B) খসখসে এবং চটচটে
(C) খসখসে এবং শুষ্ক
(D) মসৃন এবং আদ্র
Ans-(B) খসখসে এবং চটচটে
(মনে রাখবে Generalized পরাগরেণু দুই প্রকারের হয় যথা-
(i) একদল পতঙ্গ দ্বারা স্থানান্তরিত হয়।
* যে গুলো পতঙ্গ দ্বারা স্থানান্তরিত হয় সেগুলো Normally একটু বড় হয় যাতে পায়ে আটকে যেতে পারে এবং খসখসে ও চটচটে হয়।
(ii) আর এক একদল যাদের পতঙ্গের Help লাগে না।অর্থাৎ যারা বাতাসের মাধ্যমে স্থানান্তরিত হয়।
* যে গুলো বাতাসের মাধ্যমে স্থানান্তরিত হয় সেগুলো শুস্ক হয় এবং খুবই ছোট ছোট হয় এবং হালকা হয়)।
24. ক্লোন বলতে নীচের কোনটিকে বোঝায়?
(A) একই আকারের কোষ
(B) আলাদা আকারের কোষ
(C) একই জেনেটিক মেকআপ যুক্ত কোষ
(D) আলাদা জেনেটিক মেকআপ যুক্ত কোষ
Ans-(C) একই জেনেটিক মেকআপ যুক্ত কোষ
25. একটি গাছের কাণ্ডের ক্রস সেকশনে 50 টি রিং আছে তাহলে গাছটির বয়স কত?
(A) 50 মাস
(B) 50 বছর
(C) 20 বছর
(D) 25 বছর
Ans-(B) 50 বছর
(ক্রস সেকশনের সাথে যে কলা যুক্ত হয় তাকে বলা হয়- “Cambium” (ক্যাম্বিয়াম)।
26. ভুট্টা (Maize) গাছের পলিনেশন নীচের কোনটির মাধ্যমে হয়?
(A) আত্ম-পলিনেশন
(B) বাতাসের মাধ্যমে পলিনেশন
(C) পতঙ্গের মাধ্যমে পলিনেশন
(D) জলের মাধ্যমে পলিনেশন
Ans-(B) বাতাসের মাধ্যমে পলিনেশন
(বাতাসের মাধ্যমে পলিনেশনে-
* Pollen (পরাগরেণু) হালকা হয় এবং Non Sticky হয়।
* টমেটোতে পলিনেশন হয় মৌমাছির মাধ্যমে।এর Pollen কিন্তু Sticky & বড় হয়)।
27. এক্সোবায়োলজি বলতে নীচের কোনটিকে বোঝায়-
(A) জীবে বাইরের বৈশিষ্ট্য গুলোকে নিয়ে স্টাডি
(B) পৃথিবীর উপরিভাগের জীবেদের নিয়ে স্টাডি।
(C) বায়ুমন্ডলের উপরিভাগে বসবাসকারী জীবেদের নিয়ে স্টাডি।
(D) পৃথিবীর বাইরে অন্য গ্রহ এবং উপগ্রহে প্রাণী নিয়ে স্টাডি।
Ans-(D) পৃথিবীর বাইরে অন্য গ্রহ এবং উপগ্রহে প্রাণী নিয়ে স্টাডি।
28. পিঁয়াজ নীচের কোনটি-
(A) পরিবর্তিত পত্র
(B) পরিবর্তিত কান্ড
(C) পরিবর্তিত মূল
(D) None of these
Ans-(B) পরিবর্তিত কান্ড
(পরিবর্তিত পত্র হলো পিঁয়াজের পাতা যাকে বলা হয় “শুস্ক পত্র”।
* পিঁয়াজ এবং রসুন হলো – “Bulb Form of Stem”।
* Tuber Form – Potato
* Rhizome Form – Ginger
* Bulb From – Onion & Garlic
* Crom From – Clocasia।
* পরিবর্তিত মূলের উদাহরণ –
* Conical Root – Carrot (গাজর)
* Fusi form Root – Radish (মূলো)
* Napi form Root – Turnip
* Tuber Root – Sweet Potato)।
29. আমাদের দাঁত এবং হাড় নীচের কোনটির দ্বারা সাধারণত তৈরি হয়?
(A) ট্রাই ক্যালসিয়াম ফসফেট
(B) ক্লোরোপিটাইড
(C) ক্লোরোপটাইড
(D) হাইড্রোলিস
Ans-(A) ট্রাই ক্যালসিয়াম ফসফেট
30. একজন অসুস্থ মানুষের ক্ষেত্রে এন্টিজেনের প্রভাব কি?
(A) শ্বেত রক্ত কণিকার সংখ্যা বাড়িয়ে দেয়।
(B) লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়িয়ে দেয়।
(C) অ্যান্টিবডির সংখ্যা বাড়িয়ে দেয়।
(D) ব্যাকটেরিয়ার সংক্রমণ কমায়
Ans-(C) অ্যান্টিবডির সংখ্যা বাড়িয়ে দেয়।
(এন্টিজেন B & T Lymphocyte (লিম্ফোসাইট) কে Signal দেয় অ্যান্টিবডির সংখ্যা বৃদ্ধি করতে)।