অবশেষে মুক্তি পেল সঞ্জয়লীলা বনশালীর বহু বিতর্কিত সিনেমা পদ্মাবত।শুধু তাই নয় কর্নি সেনার হুমকি উপেক্ষা করে সারাদেশে প্রায় 4000 স্ক্রিনে মুক্তি পেয়েছে ইতিহাস নির্ভর এই সিনেমাটি এবং এই মুহূর্তে প্রায় 35 লাখ লোক সিনেমাটি দেখছেন বলে অনুমান।
দুই একটি ছোট খাটো ঘটনা ছাড়া সারা দেশেই প্রায় শান্তিপূর্ণভাবে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। গতকাল সারা দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির বিরোধিতা করা হয় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল গুরগাঁওয়ের একটি স্থানে স্কুল বাসে আগুন লাগানো।
যখন সারা দেশেই প্রদর্শিত হচ্ছে সিনেমাটি তখন গুজরাট,মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই তিনটি বিজেপি শাসিত রাজ্যের সিনেমা হল মালিকগণ সিনেমাটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই তিনটি রাজ্যে প্রদর্শিত হচ্ছে না সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর সিং,দীপিকা পাডুকোন,এবং শাহিদ কাপুর৷
তবে সারা দেশেই প্রায় সমস্ত সিনেমা হল গুলির সামনেই এদিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় । অতি স্পর্শ কাতর এলাকা গুলিতে সিনেমা হলের সামনে এদিন পুলিশ পাহারারও ব্যবস্থা করা হয়। কোন কোন স্থানে বাইক এবং গাড়ি থামিয়ে পথচলতি যাত্রীদের চেকিংও করা হয় সুরক্ষার কথা ভেবে। স্পর্শকাতর সিনেমাহল গুলির সামনে মোতায়েন রয়েছে পুলিশ৷
একঝলকে দেখে নিন “পদ্মাবত” নিয়ে দিনভরের আপডেট:
প্রযোজক সংস্থা ভিয়াকমের পক্ষ থেকে জানানো হয় দেশের প্রায় 4000 স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি এবং এই মুহূর্তে প্রায় 10 লাখ লোক সিনেমাটি দেখছেন । সারা দিনে প্রায় 35লাখ লোক সিনেমাটি দেখবেন বলে আমরা আশা করছি।
2:34: চেন্নাই পুলিশ 8 জন রাম সেনাকে গ্রেফতার করেছে সত্যম সিনেমা হলের সামনে সিনেমাটির বিরোধ প্রদর্শন করার জন্য।
1:55- চেন্নাইয়ের ঋষিকেশে বজরং দল ও পুলিশের মধ্যে খন্ড যুদ্ধ বাধে সিনেমাটির প্রদর্শনী নিয়ে।
12:20- বিহারের মোজাফ্ফর জেলায় বিরোধকারীরা টায়ার জ্বালিয়ে সিনেমাটির বিরোধ প্রদর্শন করে।
12:05- কর্নিসেনা জয়পুরে বাইক মিছিল বের করেছে সিনেমাটির বিরোধিতায়।
একটি সিনেমাকে কেন্দ্র করে সারাদেশে যা ঘটছে তার নিন্দা করেছেন কংগ্রেস৷ তাদের দাবি বিজেপি ইচ্ছাকৃতভাবে ব্যাপারটি সামাল না দিয়ে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে৷ তবে এদিন উল্টো সুর শোনা যায় বিজেপি নেতা দ্বিগ্বিজয় সিংয়ের গলায় , তিনি বলেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সিনেমা বানানো উচিত নয়৷