এবার বলিউড নায়িকা ভূমি পেডনেকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন নায়ক আয়ুষ্মান খুরানা ৷ তিনি বলেন ভূমি পেডনেকর নাকি যৌনতা ছাড়া একঘন্টাও থাকতে পারেন না
Some people fear the fire…some simply become it 🖤Dressed in black for #zeecineawards2018 🔥 pic.twitter.com/IYk0LmzcnJ
— bhumi pednekar (@psbhumi) December 20, 2017
বলিউডে বেশ মিষ্টি জুটি আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেডনেকর ৷ “দম লাগাকে হাইশা” নামক সিনেমা দিয়ে প্রথম বন্ধুত্ব জমে এই জুটির ৷ দুস্টু মিষ্টি ভালোবাসার এই সিনেমাটি দর্শকদের বেশ মন জয় করেছিল ৷ এর পর ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমাতেও দুজনের অন স্ক্রীনিং কেমিস্ট্রি বেশ জমে যায় ৷ তবে শুধু সিনেমার পর্দায়ই নয় অফ স্ক্রিন কেমিস্ট্রিও বেশ ভালো দুজনের মধ্যে ৷ দুজনেই বেশ ভালো বন্ধু বলে পরিচিত বলি জগতে ৷ আর তারই প্রমান মিলল সাম্প্রতিক একটি টকশোতে ৷
She wanted to leave her mark in the world without getting her heart too attached to it – r.m. drake @khushmag #Musing #Power #📸 #Covergirl #DecemberCover pic.twitter.com/fdj61rAWxp
— bhumi pednekar (@psbhumi) December 19, 2017
দেখুন হট ফটোশ্যুটে পুনম পান্ডে ৷
সম্প্রতি আয়ুষ্মান এবং ভূমি একটি চ্যাট শোতে হাজির হন সেখানে সঞ্চালক ছিলেন নেহা ধুপিয়া ৷ শো চলাকালীন হঠাৎ নেহা ধুপিয়া আয়ুষ্মানকে প্রশ্ন করেন যে তিনি যৌনতা ছাড়া কতক্ষন থাকতে পারেন ৷ তখন আয়ুষ্মান বলেন আমরা যখন শ্যুটিং এর জন্য বাইরে থাকি তখন যৌনতার কোন সুযোগ থাকে না বললেই চলে ৷ এরপর একই প্রশ্ন করা হয় ভূমিকে , তখন ভূমির হয়ে উত্তরটি দেন আয়ুষ্মান খুরানা ৷ তিনি বলেন নায়িকা নাকি যৌনতা ছাড়া এক ঘন্টাও থাকতে পারেন না ৷ এরপর আয়ুষ্মান বলেন যদি কেউ ভূমির সঙ্গে ডেটে যেতে চান তাহলে অবশ্যই তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ৷ তবে পুরো কথাটিই আয়ুষ্মান বলেছিলেন মজার ছলে তাই পুরো ব্যাপারটিকে হাসিতেই উড়িয়ে দেন নায়িকা ৷
আরো পড়ুন দেখুন হট ফটোশ্যুটে পুনম পান্ডে ৷