রাস্তায় নামাজ পড়লেই দিতে হবে ১৮ হাজার টাকা জরিমানা ৷

এবার সড়কে গাড়ি রেখে নামাজ পড়লেই গুনতে হবে মোটা টাকা জরিমানা৷ সড়কে গাড়ি রেখে নামাজ পড়লে ২৩ হাজার টাকা জরিমানা করা হবে৷ এমনই কঠোর আইন আনল সংযুক্ত আরব আমিরাত সরকার I রাস্তায় যত্রতত্র গাড়ি থামানো বা পার্কিং ঠেকাতে নতুন এ নিয়ম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত৷ আবুধাবি পুলিশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাহ আব্দুল্লাহ আল হুমাইরির বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে গাল্ফ নিউজ৷ খবরে প্রকাশ দোষীদের জেল জরিমানাও করা হতে পারে৷

সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যায় গাড়ির চালকরা নামাজের সময়ে যত্র তত্র গাড়ি থামিয়ে রাস্তার উপরেই নামাজ পড়তে শুরু করেন৷ এতে শুধু যান চলাচলেই অসুবিধা হয় হয় না, অনেক সময়  ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা I মূলত গাড়ি চালকদের সচেতন করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয় আবুধাবি পুলিশের পক্ষ থেকে I নির্ধারিত স্থানে পার্কিং না করে রাস্তায় গাড়ি রাখা বা পার্কিং করাকে নিরুৎসাহিত করতে এবং এর ক্ষতিকর দিক নিয়ে মানুষকে সচেতন করতে আবুধাবি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন  প্রচারণা কর্মসূচিও হাতে নেয়া হয়েছে বলে এদিন জানানো হয়৷

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন বিভাগের কর্মচারী, মোটরসাইকেল চালক  এমনকি সড়ক বিভাগের কর্মচারীরা পর্যন্ত বিভিন্ন সময়ে সড়কে গাড়ি পার্কিং করছে। এর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে সড়কে গাড়ি রাখা হয়  সাধারণত নামাজ পড়ার জন্য। ফলে বাধ্য হয়ে পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে।

খবরে প্রকাশ দেশটির ট্রাফিক আইনের ১৭৮নং ধারায় নতুন এ নিয়ম সংযুক্ত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, নির্দিষ্ট স্থান ছাড়া সড়কের কোথাও গাড়ি রাখলেই ১০০০ দিরহাম জরিমানা করা হবে, যা ভারতীয় টাকায় হিসাব করলে প্রায় ১৮ হাজার টাকা৷

আবুধাবি পুলিশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাহ আব্দুল্লাহ আল হুমাইরি গাড়ি চালকদের আহ্বান করেন নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করার জন্য I তিনি আরো বলেন গাড়ি চালকরা যেন যেন নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে তারপর  বিশ্রাম নেন বা নামাজ আদায় করেন তাহলেই আমরা দুর্ঘটনা এড়াতে এবং অন্যান্য ট্রাফিক সমস্যা থেকে মুক্তি পাবো৷

আরো পড়ুন এবার সৎ বাবার যৌন লালসার স্বীকার নাবালিকা৷